কানে হাজির টম...

২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির অষ্টম সিনেমা ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’। আজ কানে ছিল ছবির ফটোকল, সেখানে হাজির হয়ে যেন উৎসব জমিয়ে দিলেন টম ক্রুজ। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ৭
আজ কানে খোশমেজাজে পাওয়া গেল টম ক্রুজকে। হাসিমুখে নানা ভঙ্গিতে পোজ দেন ছবির জন্য। এএফপি
২ / ৭
‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে সিনেমার অভিনয়শিল্পীরা। এএফপি
৩ / ৭
নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারির সঙ্গে টম ক্রুজ। এএফপি
৪ / ৭
গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সিওল থেকে সিনেমাটির প্রচার শুরু করেন টম, এবার তিনি হাজির হলেন কান উৎসবে। এএফপি
৫ / ৭
তিন বছর পরে কান চলচ্চিত্র উৎসবে পাওয়া গেল এই অ্যাকশন তারকাকে। এর আগে তিনি এসেছিলেন ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। এএফপি
৬ / ৭
তারকাবহুল ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ প্রমুখ। এএফপি
আরও পড়ুন
৭ / ৭
কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজ। এএফপি