ব্র্যাড পিটের সিনেমায় রোজে

মুক্তির অপেক্ষায় থাকা ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’ সিনেমায় গাইছেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে। ‘এফ ওয়ান: দ্য অ্যালবাম’-এর পোস্টারে রোজের নাম রয়েছে।

১ / ৫
অ্যালবামটি ২৭ জুন মুক্তি পাবে, একই দিনে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘এফ ওয়ান’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
অ্যালবামে রোজের সঙ্গে এড শিরান, দোজা ক্যাটসহ আরও অনেকেই থাকছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
‘আপাতে আপাতে’ গেয়ে দর্শকমহলে আলোচিত হয়েছেন রোজে। গানটি বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় রয়েছে। গানটি ইউকে অফিশিয়াল সিঙ্গেলস তালিকায়ও রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
২০১৬ সাল থেকে ব্ল্যাকপিঙ্কে রয়েছেন রোজে। ব্যান্ডের বাইরে একক গানে মনোযোগ দিয়েছেন সদস্যরা। শিগগিরই ব্ল্যাকপিঙ্কের কনসার্টে ফেরার কথা রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে আট কোটির বেশি ফলোয়ার রয়েছে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন