২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘ওপেনহেইমার’ তারকার সিনেমা দিয়ে শুরু হচ্ছে বার্লিন উৎসব

আজ শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। পৃথিবীর অন্যতম পুরোনো এই উৎসবের দিকে চোখ থাকবে সিনেমাপ্রেমীদের। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
এবার উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুকের জন্য লড়বে ১৯টি সিনেমা। এবার সম্মানজনক স্বর্ণভালুক পাবেন প্রখ্যাত মার্কিন পরিচালক মার্টিন স্কারসেজি। এএফপি
২ / ৫
এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি কেনিয়ান-মেক্সিকান অভিনেত্রী লুপিতা নিওঙ্গ। এএফপি
আরও পড়ুন
৩ / ৫
৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে বেলজিয়ামের নির্মাতা টিম মিল্যান্টসের সিনেমা ‘স্মল থিংস লাইক দিস’। আইএমডিবি
৪ / ৫
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। গত বছর এই ব্রিটিশ অভিনেতা আলোচনায় ছিলেন ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহেইমার’ দিয়ে। এএফপি
৫ / ৫
উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন। এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ২৫ ফেব্রুয়ারি পর্দা নামবে বার্লিন উৎসবের। এএফপি