বার্লিনে নারীকেন্দ্রিক সিনেমার জয়গান

‘ড্রিমস (সেক্স লাভ)’–এর দৃশ্য। আইএমডিবি

অসলোর স্কুলশিক্ষার্থী আর তার সম্পর্কের গল্প নিয়ে ডাগ য়ান হার্গারিড বানিয়েছেন ‘ড্রিমস (সেক্স লাভ)’। ‘সেক্স’ ও ‘লাভ’-এর পর এটি তাঁর সিনেমাত্রয়ীর শেষ কিস্তি। ১৯ ফেব্রুয়ারি প্রিমিয়ারের পর থেকে সমালোচকেরা সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে পর্দায় যেভাবে সম্পর্ক আর মানবিকতাকে জুড়েছেন, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। শেষ পর্যন্ত এ ছবিই জিতল বার্লিনে সেরা সিনেমার পুরস্কার।

স্বর্ণভালুক হাতে ডাগ য়ান হার্গারিড। ছবি: রয়টার্স

৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে গত শনিবার। এদিন ‘ড্রিমস (সেক্স লাভ)’ নির্মাতা ডাগের হাতে স্বর্ণভালুক তুলে দেন উৎসবের প্রধান জুরি মার্কিন নির্মাতা টড হেইনস। পুরস্কার গ্রহণ করে নরওয়ের নির্মাতা ডাগ বলেন, ‘এটা আমার দূরতম স্বপ্নেও ছিল না।’ ৬০ বছর বয়সী নির্মাতার জন্য এটাই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।

দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর দ্য ব্লু ট্রেইল। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জিতেছে জুরি পুরস্কার।

প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী হয়েছেন রোজ বার্ন। ছবি: এএফপি

১৯৯০-এর দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী হয়েছেন রোজ বার্ন। মেরি ব্রনস্টাইনের ‘ইফ আই হ্যাড লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে এ পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী। পুরস্কার গ্রহণ করে জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৪৫ বছর বয়সী অভিনেত্রী। অন্যদিকে রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।

চলতি বছর থেকে বার্লিনে চালু হয়েছে নতুন পারস্পেকটিভ বিভাগ, যেখানে নবীন নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হবে। এ বিভাগের অভিষেক সিনেমা দ্য ডেভিল স্মোকস-এর পুরস্কার পেয়েছেন মেক্সিকান নির্মাতা এরনেস্তো মার্তিনেজ বুসিও।

পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট। ছবি: এএফপি

১৯৯০–এর দশকের মেক্সিকোতে পাঁচ ভাইবোনের গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এবার সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ব্র্যান্ডন ক্রামারের হোল্ডিং লিয়াত।

‘ড্রিমস (সেক্স লাভ)’ বা ‘ইফ আই হ্যাড লেগস, আই’ড কিক ইউ’—এবারের উৎসবে পুরস্কার পাওয়া সিনেমাগুলোয় নারীদের জয়গান। মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত ১৯ সিনেমা ও তথ্যচিত্রের বিষয়েও একই কথা বলা যায়। এ প্রসঙ্গে উৎসবের প্রধান জুরি টড হেইনস বলেন, ‘এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো দেখে আমি অভিভূত। নারীদের যাপিত জীবনের গল্প যেভাবে পর্দায় উঠে এসেছে, সেটা দারুণ।’
উৎসবে সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন।

আরও পড়ুন

লালগালিচায় আলো ছড়িয়েছেন অভিনেতা টিমোথি শ্যালামে, রবার্ট প্যাটিনসন, অভিনেত্রী মারিয়োঁ কোতিয়া, এমা ম্যাকি, অস্কারজয়ী কোরীয় নির্মাতা বং জুন-হো প্রমুখ। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্লিন উৎসব।