যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত, ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

‘স্কুইড গেম’–এর সবচেয়ে প্রবীণ খেলোয়াড় ছিলেন তিনিনেটফ্লিক্স

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’–এর সবচেয়ে প্রবীণ খেলোয়াড়, ওহ ই–নাম, জার্সি নম্বর ১। সবাই যাকে ‘ওল্ড ম্যান’ নামে ডাকত। কেউ তাঁকে দলে নিতে চাইত না। স্কুইড গেমের কোনো খেলাতেই তাকে হারানো যায়নি। শেষ পর্যন্ত অবশ্য ইচ্ছা করেই সে প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছিল। এবার যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী সেই অভিনেতা ও ইয়ং–সু। নিউইয়র্ক টাইমসের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।

ও ইয়ং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ, ২০১৭ সালে ওহ ইয়ং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে আট মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ইয়ং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

জানা গেছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়ং-সু। বিচারকাজ শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়ং সু। এমনকি যেসব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।

‘স্কুইড গেম’-এ ও ইয়ং-সু ও লি জং-জে
নেটফ্লিক্স

নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।

২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’–এর প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে, মুক্তির মাত্র ২৮ দিনের ব্যবধানে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি। বেশ কিছু পুরস্কারও পেয়েছে সিরিজটি। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজের প্রথম মৌসুম। এতে দেখা যায়, ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করেন।

ও ইয়ং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী
এক্স

খেলায় জিতলে বিজয়ী পাবেন ৩৯ মিলিয়ন ইউএস ডলার। হারলে মৃত্যু। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। সিরিজের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় আট কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ৮০০ কোটির বেশি। প্রথম মৌসুম নির্মাণে ব্যয় করা হয় প্রায় ২০০ কোটি টাকা, সেই তুলনায় ৬০০ কোটি টাকা বেশি খরচ হবে দ্বিতীয় মৌসুমে।