অস্কারে ইতিহাস গড়া কোরীয় নির্মাতা নতুন কোন সিনেমা নিয়ে আসছেন

‘মিকি ১৭’–এর দৃশ্য। আইএমডিবি

নতুন সিনেমা নিয়ে ফিরছেন আলোচিত কোরীয় নির্মাতা বং জুন-হো। সিনেমার নাম ‘মিকি ১৭’। মিকি নামের ১৭ বছরের এক কিশোরের গ্রহ অভিযানের গল্প নিয়েই বৈজ্ঞানিক কল্পকাহিনির এই সিনেমা। এটি ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের আউট অব কমপিটিশন শাখায় প্রিমিয়ার হবে।

‘মিকি ১৭’ সিনেমাটি প্রযোজনা করেছে হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এ ছাড়া আরও রয়েছে বং জুন-হোর প্রযোজনা প্রতিষ্ঠান অফস্ত্রিনও। সিনেমাটির বাজেট ১৫ কোটি ডলার। ২০২২ সালের সায়েন্স ফিকশন ‘মিকি-৭’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসটি লিখেছিলেন অ্যাডওয়ার্ড অ্যাশটন।

জানা যায়, মিকিকে পাঠানো হয় ভয়ংকর মিশনে। বরফ রয়েছে এমন একটি উপগ্রহের খোঁজে গিয়ে মারা যায় এই মিকি। পরে মিকির মতোই নকল আরেকজনকে তৈরি করা হয়। মিকির স্মৃতিগুলোও এই তরুণের মধ্যে দিয়ে দেওয়া হয়। এতে অভিনয় করেছেন টনি কোলেট, রবার্ট প্যাটিনসন, স্টিভ ইয়ুন।

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম পুরস্কার জয়ের পর ২০১৯ সালে অস্কারে রেকর্ড গড়ে কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’। আন্তর্জাতিক ভাষার সিনেমা হিসেবে প্রথম অস্কারের সেরা ছবির পুরস্কার পায়। একই সঙ্গে আন্তর্জাতিক ভাষাসহ চারটি শাখায় অস্কার পায়। সেই সিনেমার পর আর দেখা যায়নি কোরীয় নির্মাতা বং জুন-হোকে।

আরও পড়ুন

বিরতি শেষে আবার ফিরছেন তিনি। সিনেমাটি গত বছরের মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। ভ্যারাইটির তথ্যমতে, সিনেমাটি ২৮ ফেব্রুয়ারি কোরিয়ায় মুক্তি পাবে। তার আগে ১৩ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা বার্লিন উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।