বিয়ের ছয় মাস পরই বিচ্ছেদ
বিয়ের ছয় মাসের ব্যবধানে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জাং জু ইয়োন।
এ অভিনেত্রীর এজেন্সি নেভার ডাই এন্টারটেইনমেন্ট গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে গত মাসে তাঁদের বিচ্ছেদ ঘটেছে।
গত মার্চে বিয়ে করেছেন জাং জু ইয়োন। তাঁর সাবেক স্বামী শোবিজের কেউ ছিলেন না। তাঁদের বিয়ে নিবন্ধন করা ছিল না। ফলে আলাদা করে বিচ্ছেদের জন্য আবেদনের প্রয়োজন নেই।
২০০৯ সালে এক মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করেন জাং জু ইয়োন। ‘টোয়েন্টি’, ‘প্রিন্সেস অরোরা’, ‘সিটি অব দ্য সান’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।