ডোনাল্ড ট্রাম্প, কপোলাকে নিয়ে আলোচনার মধ্যে শুরু হচ্ছে কান উৎসব
ফ্রান্সিস ফোর্ড কপোলার প্রত্যাবর্তন, ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক অথবা কারাদণ্ডে দণ্ডিত ইরানি নির্মাতা—৭৭তম কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে আলোচনায় অনেক কিছুই। গত সপ্তাহে কানে কর্মীদের ধর্মঘটের কারণে অনিশ্চয়তা তৈরি হলেও সব কাটিয়ে আজ শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এ উৎসব। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে কোয়েন্টিন ডুপিওর সিনেমা ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এই ফরাসি কমেডি সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেল প্রমুখ। ২৫ মে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে কান উৎসবের।
কার হাতে উঠবে স্বর্ণপাম
চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে আছে ‘হেভিওয়েট’ নির্মাতাদের নানা স্বাদের সিনেমা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘মেগালোপলিস’ নিয়ে। ছবিটি দিয়েই দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন হচ্ছে ‘দ্য গডফাদার’ নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার। ইরানি-ডেনিশ নির্মাতা আলী আব্বাসি উৎসবে ফিরছেন দ্য অ্যাপ্রেনটিস নিয়ে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
এ ছাড়া স্বর্ণপামের দৌড়ে নিশ্চিতভাবে থাকবেন ইয়োর্গস লান্থিমোস, ডেভিড ক্রোনেনবার্গ, পাওলো সোরেন্তিনো, জ্যাক অদিয়ারা। খুব বেশি আলোচনা না হলেও অনেকে মনে করছেন, চীনা নির্মাতা জিয়া ঝাংকের ‘কট বাই দ্য টাইডস’ কোনো না কোনো পুরস্কার জিতবে। মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারকের মধ্যে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ।
লালগালিচায় আলো ছড়াবেন কারা
রিচার্ড গিয়ার, ডেমি মুর, কেভিন কস্টনারকে এবার দেখা যাবে লালগালিচায়। এ ছাড়া থাকবেন প্রিমিয়ার হওয়া সিনেমাগুলোর পাত্রপাত্রীও। প্রতিবছরই বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের দূত হিসেবে উৎসবে হাজির হন ভারতীয় তারকা। এবার এখন পর্যন্ত জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন, অদিতি রাও হায়দারি কানের লালগালিচায় হাঁটবেন।
আলোচনায় রাসুলফ
উৎসব শুরুর আগে নতুন করে আলোচনায় প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ। কারণ, কিছুদিন আগেই বার্লিনে স্বর্ণভালুকজয়ী এই নির্মাতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারা ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
রাসুলফের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। ৫০ বছর বয়সী রাসুলফকে ইরানের এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা মনে করা হয়। তাঁর নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। জানা গেছে, সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। নির্মাতা উৎসবে যোগ দিতে পারবেন কি না, এ বিষয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন তাঁর আইনজীবী। মনে করা হচ্ছে, উৎসবে অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব হতে পারেন।
আর কী হবে উৎসবে
কিছুদিন আগেই জানা গেছে, যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে নামী ফরাসি অভিনেতা জেরার্দ দেপার্দিওকে।
জানা গেছে, কান উৎসবে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে পারেন অনেক অভিনয়শিল্পী। এ ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়েও সরব হতে পারেন তারকা।
এবার উৎসবে সম্মানজনক স্বর্ণপাম পাবেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জাপানের প্রখ্যাত স্টুডিও জিবলি।
তথ্যসূত্র: এএফপি