সাদা বেনারসিতে ঐশ্বরিয়া, কানে আরও যাঁরা আলো ছড়ালেন

১৩ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার ছিল উৎসবের নবম দিন। এদিনও লালগালিচায় হাজির হয়েছিলেন তারাকারা, হয়েছে সিনেমার প্রিমিয়ার। এএফপি ও ভ্যারাইটি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ৯
গতকাল কানে হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এএফপি
২ / ৯
এদিন সাদা রঙের বেনারসি পরেছিলেন তিনি। শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন সাদা রঙেরই ফুলস্লিভ ব্লাউজ। শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাও পরে করেছিলেন। মেকআপও একেবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী। ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন। এএফপি
৩ / ৯
ঐশ্বরিয়ার রাই বচ্চনের গলায় ছিল ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবির হার। এবারের কানে অভিনেত্রীর লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন, এবার ভারতীয় অভিনেত্রীদের মধ্যে কানে সেরা লুক ঐশ্বরিয়ার। এএফপি
৪ / ৯
গতকাল কানে প্রদর্শিত সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। কমেডি ড্রামা ঘরানার সিনেমাটি কানে প্রিমিয়ারের পর ১৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পায়। এএফপি
৫ / ৯
স্বর্ণপামের লড়াইয়ে থাকা এ সিনেমায় অভিনয় করেছেন রেনাতে রাইনসভে, এল ফ্যানিং, স্টেলান স্কার্সগাড। এএফপি
৬ / ৯
‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার অভিনেত্রী রেনাতে রাইনসভে। নওরোজিয়ান এই অভিনেত্রীর অভিষেক হয় ইয়েকিম ত্রিয়ারের ২০১১ সালের সিনেমা ‘অসলো, আগস্ট থার্টিফাস্ট’ দিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া একই নির্মাতার আলোচিত সিনেমা ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’–এও ছিলেন তিনি। এএফপি
৭ / ৯
লালগালিচায় মার্কিন অভিনেত্রী এ ফ্যানিং। এএফপি
৮ / ৯
‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’–এর প্রিমিয়ারে এই সময়ের আলোচিত তারকা পল মেসক্যাল। এএফপি
আরও পড়ুন
৯ / ৯
‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’-এর প্রিমিয়ারে মিশেল রড্রিগেজ। এএফপি