মাজিদ মাজিদিরও প্রেরণা সত্যজিৎ

গতকাল শনিবার ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারক্লাস সেশনে অংশ নেন মাজিদ মাজিদিসংগৃহীত

সাড়াজাগানো ইরানি চলচ্চিত্র ‘চিলড্রেন অব হেভেন’ নির্মাতা মাজিদ মাজিদি জানালেন, অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায় তাঁর অনুপ্রেরণা। সত্যজিতের গল্প বলার ধরন, চলচ্চিত্র নির্মাণের ভাষা তাঁকে প্রভাবিত করে। গতকাল শনিবার ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারক্লাস সেশনে অংশ নেন মাজিদ মাজিদি।
গতকাল ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টম দিন। এদিন জাতীয় জাদুঘরের মিলনায়তনে মাস্টারক্লাস সেশনে অতিথি হন মাজিদ মাজিদি। তাঁর কাছে সঞ্চালক বিধান রিবেরুর প্রশ্ন ছিল, ‘চিলড্রেন অব হেভেন’ সিনেমার অনুপ্রেরণা তিনি কীভাবে পেয়েছিলেন? উত্তরে বললেন, ‘একদম সাধারণ মানুষ ও তাদের জীবনযাত্রা থেকে এই গল্প সংগ্রহ করেছি। আসলে আমার সব গল্পই ডকুমেন্টারির মতো, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা।’

একপর্যায়ে মাজিদ মাজিদি নিজের সিনেমার নির্মাণ, চরিত্র বাছাই, চরিত্রের জন্য একদম নতুন অভিনয়শিল্পী তৈরির অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন। ইরানের রাজনৈতিক পরিস্থিতি, পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভসহ ইরানি নির্মাতা জাফর পানাহির কারাদণ্ড প্রসঙ্গে ক্লাস থেকে একজন মাজিদ মাজিদিকে প্রশ্ন করেন। কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। জানান, নিজের কাজ নিয়ে কথা বলতে আগ্রহী তিনি।
এর আগে প্রথমে ক্লাস নেন সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার ও ম্যাকাউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শি চুয়ান। বিধান রিবেরুর সঞ্চালনায় ছিল প্রশ্ন করার সুযোগ।

এ সময় শি চুয়ান চীনের চলচ্চিত্রশিল্প এবং বিশ্ব চলচ্চিত্রে চীনের অংশগ্রহণের বিষয়ে কথা বলেন। আরেকটি মাস্টারক্লাস মঞ্চে ছিলেন ভারতীয় অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত। তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে তাঁর নিজের ভাবনায় নানা বদল হয়েছে। তাঁর প্রতিটি কাজই আসলে অভিজ্ঞতা। বাংলা সিনেমার প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের সঙ্গে অঞ্জন তাঁর কাজের শুরুর অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, ‘মৃণাল সেন আমাকে জোর করেই কাজে নামিয়েছে। সত্তরের দশকে ছাত্র আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধসহ নানা ইস্যু দেখছিলাম। কিন্তু এগুলো কোনোটাই আমাকে স্পর্শ করছিল না। আমি ২৪ বছর বয়সেই আত্মকেন্দ্রিক ছিলাম। এর মধ্যেও থিয়েটার করে যাচ্ছিলাম। সিনেমা ভালো লাগত না, থিয়েটার ভালো লাগত। তবে মৃণাল সেনের সঙ্গে কাজ করতে করতে সিনেমায় আকর্ষণ তৈরি হয়।’
আজ রোববার উৎসবের সমাপনী দিন।