বিচারকের তালিকায় হ্যালি বেরি, পায়েল কাপাডিয়া

পায়েল কাপাডিয়া ও হ্যালি বেরি। কোলাজ

কান চলচ্চিত্র উৎসবে গত বছর গ্রাঁ প্রি জিতে নেয় ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সিনেমাটির নির্মাতা পায়েল কাপাডিয়া এবার মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক নির্বাচিত হয়েছেন। ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে পায়েল ছাড়াও আছেন সাতজন। গত সোমবার রাতে মূল প্রতিযোগিতা বিভাগের জুরিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ।

বিচারকদের মধ্যে আছেন অভিনেত্রী হ্যালি বেরি। ‘মনস্টার বল’ দিয়ে অস্কার পাওয়া হ্যালি প্রথম আফ্রো-আমেরিকান নারী হিসেবে অস্কার পান। অভিনয় ছাড়াও সিনেমা প্রযোজনায়ও যুক্ত হ্যালি।

দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু। এএফপি ফাইল ছবি

এ ছাড়া ২০২০ সালে ‘ব্রুজড’ দিয়ে পরিচালনায়ও তাঁর অভিষেক হয়েছে। বিচারকদের মধ্যে আরও আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু। ধীরলয়ের সিনেমা নির্মাণের জন্য পরিচিত এই পরিচালকের সিনেমা কান, বার্লিনসহ বড় উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। সেরা নির্মাতা হিসেবে বার্লিন থেকে পুরস্কার পেয়েছেন তিনি। আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে কঙ্গোর নির্মাতা দিওদো

হামাদির সিনেমা। কানে জুরির তালিকায় আছেন এই তরুণ পরিচালক ও প্রযোজকও।
মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ পরিচিত তাঁর শৈল্পিক ঘরানার সিনেমার জন্য। লং টেকের জন্য সুপরিচিত ‘ব্যাটল ইন হেভেন’ নির্মাতাও আছেন জুরিদের দলে। আরও আছেন ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের। ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানিও কাজ করবেন বিচারক হিসেবে। তালিকায় সবশেষ নামটি মার্কিন জেরেমি স্ট্রংয়ের।

মেথড অ্যাকটিংয়ের জন্য পরিচিত এই তারকার ঝুলিতে রয়েছে টনি, এমি, গোল্ডেন গ্লোব পুরস্কার। ২০২২ সালে টাইম সাময়িকীর করা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়ও নাম ছিল তাঁর।

আরও পড়ুন

এবারের উৎসবে স্বর্ণপামের জন্য লড়বে ১৯ সিনেমা। আগামী ১৩ মে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৪ মে পর্যন্ত।

তথ্যসূত্র: ভ্যারাইটি