৫০ নিয়ে রোমাঞ্চিত পেনেলোপে

পেনেলোপে ক্রুজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী হবেন, সেটা ঠিক করেছিলেন ছোটবেলাতেই। ইচ্ছাটা ছিল এমন—এমন কিছু করবেন, যা তাঁকে প্রেরণা জোগাবে, আবার সৃজনশীলতার মধ্যেও রাখবে। ইচ্ছাটা যে ভালোভাবেই পূরণ হয়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারের পেনেলোপে ক্রুজ বিশ্ব চলচ্চিত্রের দর্শকের কাছে সমীহ–জাগানিয়া এক নাম।  নব্বইয়ের দশকে এই স্প্যানিশ অভিনেত্রীর সৌন্দর্যে বুঁদ হয়েছেন দর্শক, পরের সময়টাতে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা সীমারেখা যেন নিজেই ভেঙেছেন। অভিনয় যেন তাঁর কাছে হয়ে উঠেছিল আজ্ঞাবহ এক পুতুল, যাকে নিজের বশে রেখে ইচ্ছেমতো পরীক্ষা–নিরীক্ষা করেছেন। সেই পেনেলোপে ক্রুজেরও ৫০ হয়ে গেল! আজ নন্দিত এই স্প্যানিশ অভিনেত্রীর ৫০তম জন্মদিন।

গত জানুয়ারিতে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির এক অনুষ্ঠানে ৫০ বছরের মাইলফলক পূর্ণ করা নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করব, এটা ভেবে আমি খুব রোমাঞ্চিত। এই নতুন ইনিংসেও আমি অনেক কিছু শিখতে চাই। কারণ, অভিনয় এমনই একটি পেশা, যেখানে সব সময়ই শেখার মধ্যে থাকতে হয়।’

পেনেলোপে ক্রুজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একই অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয় অভিনয়ে আসার কারণ। উত্তর দিতে গিয়ে ছেলেবেলায় ফিরে যান তিনি। নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে পেনেলোপে বলেন, ‘অভিনেত্রী হব, বরাবরই এমন স্বপ্ন দেখে বড় হয়েছি। তবে এটা আমাকে সংশয়েও ফেলেছে। কারণ, আমি এমন একটি চাকরি চেয়েছিলাম, যা আপনাকে প্রেরণা জোগাবে আর সৃজনশীলতার মধ্যে রাখবে। সব সময়ই এমন কাজের জন্য প্রার্থনা করেছি। শেষ পর্যন্ত এমন একটি পেশায় এসেছি, যা আমার স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। এই যে স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতি, এটা হারাতে চাই না।’

আরও পড়ুন

নব্বইয়ের দশকের ‘হামন হামন’, ‘ওপেন ইওর আইজ’, ‘দ্য গার্ল অব ইওর ড্রিমস’–এর মতো সিনেমা যেমন করেছেন, পরে আবার সেই পেনেলোপেকেই দেখা গেছে উডি অ্যালেনের ‘ভিকি ক্রিস্টি বার্সেলোনা’ করতে; ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কারও জিতেছিলেন তিনি। পরে ‘ভ্যানিলা স্কাই’, ‘ব্লো’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–এর মতো সিনেমাও করেছেন।

পেনেলোপের সিনেমার আলাপ উঠলে অতি অবশ্যই আসবে পেদ্রো আলমোদোভারের নাম। এই স্প্যানিশ নির্মাতার সঙ্গে পেনেলোপের রসায়ন বিশ্ব সিনেমার দর্শকের কাছে অজানা নয়। এই স্প্যানিশ অভিনেত্রী-পরিচালক জুটি একসঙ্গে উপহার দিয়েছেন ‘লাইভ ফ্লেশ’, ‘অল অ্যাবাউট মাই মাদার’, ‘বলবার’, ‘ব্রোকেন এমব্রাসেস’, ‘পেইন অ্যান্ড গ্লোরি’, ‘প্যারালাল মাদার্স’–এর মতো নন্দিত চলচ্চিত্র।

‘প্যারালাল মাদার্স’–এর পোস্টার। আইএমডিবি

সম্প্রতি স্মার্টলেস পডকাস্টে হাজির হয়ে আলমোদোভারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন পেনেলোপে। ‘তার সঙ্গে আমার একটা আলাদা যোগসূত্র আছে, সে আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের একজন,’ প্রিয় পরিচালক সম্পর্কে এভাবেই বলেন পেনেলোপে। ১৯৯৭ সালে লাইভ ফ্লেশ দিয়ে শুরু, এরপর গত ২৭ বছরে পেনেলোপে ও আলমোদোভার জুটিকে পাওয়া গেছে সাতটি সিনেমায়। আলমোদোভারের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে পেনেলোপে বলেন, ‘আমাদের সম্পর্কটা অদ্ভুত, ব্যক্তি হিসেবে আমরা আলাদা ধরনের; তবু আমরা একসঙ্গে কাজ করলে একটা কিছু তৈরি হয়। আমি তাকে ভালোবাসি, শতভাগ বিশ্বাস করি। একই সঙ্গে তার সঙ্গে কাজ করতে গেলে একটু ভয়েও থাকি। বারবারই মনে হয়, আমার প্রতি তার যে আস্থা, সেটার প্রতিদান দিতে পারব তো!’

পর্দার বাইরে দুজন ঘনিষ্ঠ বন্ধু হলেও সেটে কাজের ব্যাপারে ব্যক্তিগত সম্পর্ক বাইরে রাখেন বলেও জানান অভিনেত্রী। পেনেলোপে জানান, তাঁরা সেটে চরিত্র, চিত্রনাট্য থেকে শুরু করে খুঁটিনাটি সব বিষয় নিয়ে কথা বলেন; তর্কবিতর্কও হয়।

‘ভিকি ক্রিস্টি বার্সেলোনা’র শুটিংয়ের দৃশ্য। আইএমডিবি

পেনেলোপে ক্রুজের দাম্পত্য সঙ্গী হাভিয়ের বারদেম স্প্যানিশ অভিনেতা, এই দম্পতির ১০ ও ১২ বছর বয়সী দুই সন্তান আছে। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চান তিনি। সন্তানের টিভি, ইন্টারনেট তো বটেই, যতটা সম্ভব তাঁদের জনপ্রিয়তার বলয়ের বাইরে রাখতে চান। এ প্রসঙ্গে ফরাসি সাময়িকী এলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, যত দিন পারেন, এভাবেই তিনি সন্তানদের আগলে রাখবেন। বড় হওয়ার পর তারা যে সিদ্ধান্ত নেওয়ার নেবে।
অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন পেনেলোপে। জানান, ভবিষ্যতে দর্শকদের ভিন্ন স্বাদের বিভিন্ন সিনেমা, তথ্যচিত্র উপহার দিতে চান তিনি।