নতুন ক্রিস্টেন, এমার মৌমাছি-বিড়ম্বনা আর লালগালিচায় হাঁটার অপেক্ষায় আদনান
অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের পরিচালক হিসেবে অভিষেক হলো। গত শুক্রবার রাতে নিজের প্রথম সিনেমা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর প্রথম প্রদর্শনী হয়ে গেল কান উৎসবে, প্রদর্শনী শেষে চার মিনিটের বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। আবেগাপ্লুত অনেক দর্শক তখন চোখ মুছছিলেন। লিডিয়া ইউকনাভিচের ২০১১ সালের আত্মজীবনী অবলম্বনে তৈরি এই ছবির প্রধান চরিত্রে ইমোজেন পুটসের অভিনয়ের পাশাপাশি ক্রিস্টেনের পরিচালনা সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। প্রদর্শনী শেষে দর্শকের উদ্দেশে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘এটা (সিনেমা) বানানো একেবারেই আমার পাগলামি। আপনাদের সবার সঙ্গে বসে এটা দেখা—অবিশ্বাস্য।’ ক্রিস্টেনের সিনেমাটি আঁ সার্ত্রে রিগা বিভাগে জায়গা পেয়েছে।
আলীর অপেক্ষায় রাজীব
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের ‘আলী’। সেই সিনেমাটি নিয়েই আনুষ্ঠানিকভাবে কানের লালগালিচায় হাঁটার অপেক্ষায় রয়েছেন পরিচালক আদনান আল রাজীব। গত বছর প্রযোজক হিসেবে অংশ নিলেও এবার পরিচালক হিসেবে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষায় তিনি। রাজীব জানালেন, দর্শক ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র সমালোচকেরা সিনেমাটিকে কীভাবে নেন, সেটাই এখন তাঁকে ভাবাচ্ছে।
আগামীকাল সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এর আগে সময় কাটাচ্ছেন বিদেশের নানা ভাষা ও সংস্কৃতির সিনেমা দেখে। কখনো বিদেশের প্রযোজক বা পরিচালকদের সঙ্গে জমে উঠছে আড্ডা। গত শুক্রবার রাতে তাঁকে দেখা গেল গত বছর কানের গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার পরিচালক পায়েল কাপাডিয়ার সঙ্গে। এবার তিনি মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের দায়িত্ব পালন করছেন।
মৌমাছির সঙ্গে ‘যুদ্ধ’
গত শুক্রবার সিনেমা ছাপিয়ে আলোচনায় চলে আসে মৌমাছি আর এমা স্টোনের ‘যুদ্ধ’। স্বর্ণপামের লড়াইয়ে থাকা নিজের নতুন ছবি ‘এডিংটন’-এর প্রিমিয়ারে অংশ নিতে লালগালিচায় হাজির হন অস্কারজয়ী অভিনেত্রী। সেখানেই বাধে বিপত্তি। বেয়াড়া এক মৌমাছি এমাকে একটু বেশিই পছন্দ করে ফেলে, বারবার বিরক্ত করতে থাকে।
ভ্যারাইটিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সহ-অভিনেতা পেদ্রো প্যাসকল ও অস্টিন বাটলারের মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন এমা স্টোন। হঠাৎই তাঁর চোখ পড়ে, মাথার ওপর উড়ে বেড়াচ্ছে একটি মৌমাছি। সঙ্গে সঙ্গে ছবির পোজ ছেড়ে পিছিয়ে যান তিনি, মুখে লাজুক হাসি। এমার সাহায্যে এগিয়ে আসেন পাশে থাকা সহকর্মীরা। হালকা করে মৌমাছির দিকে ফুঁ দেন বাটলার আর প্যাসকল সরাসরি হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করেন। অ্যারি অ্যাস্টার পরিচালিত ছবির গল্প নিউ মেক্সিকোর একটি ছোট শহরকে ঘিরে। এদিন কানের লালগালিচায় এমা স্টোন পরেছিলেন ঝকঝকে সাদা পোশাক। অনুষ্ঠানে আরও হাজির ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, জেরেমি স্ট্রং, জুলিয়া গার্নার, লুক গ্রাইমস প্রমুখ। প্রেক্ষাগৃহে এডিংটন মুক্তি পাবে আগামী ১৮ জুলাই।
সাত মিনিট স্ট্যান্ডিং ওভেশন
ইউটু ব্যান্ডের প্রধান বনোকে ঘিরে সাদাকালো তথ্যচিত্র ‘বনো: স্টোরিজ অব সারেন্ডার’ গত শুক্রবার কানে প্রদর্শনের পর সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
ছবিতে বনো নিজের জীবনের গল্প বলছেন; তুলে ধরছেন উচ্চাকাঙ্ক্ষা, আবেগ, খ্যাতি, সমাজসেবা, এমনকি পারিবারিক অন্ধকার দিকগুলোও। বলেছেন বাবার সঙ্গে আজীবন লড়াইয়ের গল্প—যে লড়াই শেষ হয় না এমনকি বাবার মৃত্যুর পরও।
গান, স্বীকারোক্তি, ব্যান্ডের অভ্যন্তরের মজার ঘটনা, নানা জানা-অজানা তথ্যের ভান্ডার যেন তথ্যচিত্রটি। প্রদর্শনী শেষে সাত মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই সংগীতশিল্পী। করতালির শব্দ কমে এলে তিনি দর্শকদের ধন্যবাদ জানান। এ ছাড়া তাঁর বন্ধু, ব্যান্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তথ্যসূত্র: ভ্যারাইটি, এএফপি