মাত্র ১৯ বছর বয়সে প্রথম সিনেমা দিয়ে চমকে দেওয়া নির্মাতা এবার প্রধান জুরি

চলচ্চিত্র নির্মাতা হাভিয়ের দোলান। ছবি: ফেসবুক

কান চলচ্চিত্র উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ আঁ সার্তে রিগা। এ বিভাগটিতে মূলত তরুণ নির্মাতাদের জায়গা হয়। পরিচালকদের নির্মিত প্রথম ও দ্বিতীয় সিনেমা জায়গা পায় আঁ সার্তে রিগায়। এই শাখায় কে জুরি প্রধান হচ্ছেন, সেটা নিয়েও হয় আলোচনা। জানা গেল, এই শাখার এবার জুরি সভাপতি হচ্ছেন তরুণ নির্মাতা হাভিয়ের দোলান।

চলচ্চিত্র নির্মাতা হাভিয়ের দোলান। ছবি: ফেসবুক

জুরির প্রধান হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নন্দিত এই পরিচালক যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারিইটিকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জুরি প্রেসিডেন্ট হিসেবে ফিরছি। এটা সিনেমা নির্মাণের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। তরুণ মেধাবীদের সব সময় আমি নিজেই ব্যক্তিগতভাবে খুঁজে বের করার চেষ্টা করি। এবার কানে দায়িত্বের সঙ্গে কাজটি করতে যাচ্ছি। যে শৈল্পিক সিনেমাগুলোর মধ্য দিয়ে মননশীল গল্প বলা হয়েছে, সে কাজগুলো দায়িত্বের সঙ্গে করতে চাই।’

চলচ্চিত্র নির্মাতা হাভিয়ের দোলান। ছবি: ফেসবুক

দোলান চিত্রনাট্যকার, পরিচালকের পাশাপাশি একজন প্রযোজকও বটে। তিনি মাত্র ১৯ বছর বয়সে প্রথম সিনেমা ‘আই কিলড মাই মাদার’ নির্মাণ করে চমকে দেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রশংসিত হয়। কানে তিনটি শাখায় পুরস্কার জয় করেন। সেই বছর কানে আলোচনায় ছিলেন এই তরুণ। দুই বছর পরে আবার তিনি আরেকটি সিনেমা ‘হার্টবিটস’ বানিয়ে কানে আঁ সার্তে রিগা বিভাগে জায়গা পান।

চলচ্চিত্র নির্মাতা হাভিয়ের দোলান। ছবি: ফেসবুক

কানাডীয় চলচ্চিত্র নির্মাতা হাভিয়ের দোলান। কান উৎসবে অংশ নেওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘মমি’। এটি ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি পুরস্কার জয় করে।
আগামী ১৪ থেকে ২৫ মে চলবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৪ এপ্রিল অফিশিয়াল মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা প্রকাশ করা হবে। এবার উৎসবের প্রধান শাখার জুরির প্রধানের দায়িত্ব পালন করবেন হলিউড নির্মাতা গ্রেটা গারউইগ। গত বছর তিনি ‘বার্বি’ সিনেমা বানিয়ে আলোচনায় আসেন।