দক্ষিণ এশিয়ার শীর্ষ তালিকার পরবর্তী ১০-এ বাংলাদেশের আরও যে ৩ সিনেমা

গত বছর মুক্তি পাওয়া সাউথ এশিয়ার সিনেমা থেকে সেরা ২০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে। প্রতিবেদনটি করেছেন চলচ্চিত্র সমালোচক এবং কিউরেটর মীনাক্ষী শেডে। প্রথম ধাপের তালিকায় ১০টি সিনেমা ও তথ্যচিত্রের নাম জানান। তার মধ্যে বাংলাদেশের দুটি সিনেমা ছিল। পরবর্তী সময়ে তিনি বিরতি দিয়ে বাকি ও শেষ ১০টি সিনেমার তালিকা তৈরি করেন। সেখানে বাংলাদেশ থেকে আরও তিনটি সিনেমা রয়েছে। শীর্ষ ১০-এ রয়েছে সাউথ এশিয়ার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মিয়ানমারের সিনেমা। একনজরে তালিকাটি দেখে নিতে পারেন।
১ / ১০
তালিকায় পরবর্তী ১০-এ মীনাক্ষী শীর্ষে বা ১১ নম্বরে রেখেছেন সিনেমা ‘হুইসপারিং মাউন্টেইনস’। শ্রীলঙ্কার এই তথ্যচিত্র রটারডেম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নেটপ্যাক পুরস্কৃত জিতেছিল।
ছবি: আইএমডিবি
২ / ১০
তালিকায় ১২ নম্বরে রয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস পুরস্কারজয়ী বাংলাদেশের সিনেমা ‘বলী’। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। ‘বলী’ খেলা নিয়েই মনস্তাত্ত্বিক সিনেমাটির গল্প।
ছবি: আইএমডিবি
৩ / ১০
তালিন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারজয়ী সিনেমা ‘টেনটিগো’ রয়েছে এই তালিকায় ১৩ নম্বরে। শ্রীলঙ্কার সিনেমাটি পরিচালনা করেছেন ইলাঙ্গো রামানাথ।
ছবি: আইএমডিবি
৪ / ১০
বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটি বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগে প্রতিযোগিতা করে। বাংলাদেশের এই সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব সরকার। সিনেমাটি শীর্ষ ২০-এর ১৪তে রয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ১০
পাকিস্তানের সিনেমা ‘বকরি’ (ওয়ান অব আ কাইন্ড)-এর গল্প একজন স্কুলশিক্ষকের কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। ইমরান পারভীন বিলাল পরিচালিত সিনেমা এই তালিকায় ১৫ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৬ / ১০
বাংলাদেশের নারী নির্মাতা নিগার বানু পরিচালিত সিনেমা ‘নোনা পানি’ এই তালিকায় ১৬ নম্বরে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েই সিনেমাটি। গল্পটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।
ছবি: আইএমডিবি
৭ / ১০
একটি বাসে এক নারী দুর্ঘটনার শিকার হন। সেই গল্পের রহস্য নিয়েই এগিয়ে চলে সিনেমা ‘ইয়েলো বাস’-এর গল্প। এটি পরিচালনা করেছেন ভারতের তরুণ নির্মাতা ওয়েন্ডি বেডনাজ। টরন্টো উৎসবে সিনেমাটি দেখানো হয়। এটি তালিকার ১৭ নম্বরে আছে।
ছবি: আইএমডিবি
৮ / ১০
শ্রীলঙ্কার সিনেমা ‘মুনেল’ এই তালিকায় ১৮ নম্বরে রয়েছে। সিনেমাটি রটারডেম চলচ্চিত্র উৎসবে টাইগার পুরস্কারে মনোনয়ন পেয়েছিল। পরে জুরি পুরস্কার পায়।
ছবি: আইএমডিবি
৯ / ১০
নাভিদ মাহমুদি পরিচালিত আফগানিস্তানের সিনেমা ‘দ্য লাস্ট বার্থডে’ এই তালিকায় ১৯ নম্বরে রয়েছে। সিনেমার গল্পে দেখা যাবে, একজন নারী সাংবাদিক তাঁর জন্মদিনে সবাইকে নিয়ে কেক কাটার সময় জানতে পারেন, তাঁদের শহরটি দখল হয়ে গেছে।
ছবি: আইএমডিবি
১০ / ১০
বাংলাদেশের লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’ নিয়ে একই নামে নির্মিত সিনেমা এই তালিকায় ২০ নম্বরে রয়েছে। স্পেনের পাশাপাশি সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় দেখা যাবে। সিনেমাটি অ্যানিমেটেড।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন