কোরীয় অভিনেত্রী চায়ে সিউ জিনের বিয়ে, বর কে?
বিয়ে করছেন কোরীয় তরুণ অভিনেত্রী চায়ে সিউ জিন। বৃহস্পতিবার এক ইনস্টগ্রাম পোস্টে ‘ওভার দ্য রেইনবো’ অভিনেত্রী জানান, আগামী ৭ এপ্রিল বিয়ে সারবেন তিনি।
২৯ বছর বয়সী চায়ে সিউ জিন লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায়ের শুরুতে আমাদের ভালোবাসা ও সমর্থন চাই। আমি সুন্দরভাবে জীবনটা কাটাতে চাই।’
হবু স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেছেন চায়ে সিউ জিন, তাঁর স্বামী শোবিজের কেউ নন। ছবিতে হবু স্বামীকে চেনা যাচ্ছে না। হবু স্বামীর নাম ও পেশা এখনো প্রকাশ করেননি এই অভিনেত্রী।
এর আগে ১৪ মার্চ তাঁর এজেন্সি ঘোস্ট স্টুডিও জানিয়েছে, দুই পরিবারের সদস্যদের নিয়ে সিউলে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা।
২০০৬ সালে কোরীয় ধারাবাহিক ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে অভিনয়ে নাম লেখান চায়ে সিউ জিন। ‘বি পজিটিভ’, ‘কফি, ডু মি আ ফেভার’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।