বক্স অফিসে ঝড় তুলেছে যে কোরিয়ান ছবি

২০১৭ সালে মুক্তি পায় কোরিয়ান অ্যাকশন ছবি ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট’। কিম সাং-হুন পরিচালিত ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বক্স অফিসের শীর্ষে উঠে যায়। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যায় ৯০ লাখ টিকিট। সে বছরের প্রথম ভাগে এটিই ছিল কোরিয়ায় সবচেয়ে বেশি দেখা সিনেমা—স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখেছিলেন ৭৮ লাখ দর্শক। শুধু কোরিয়াই নয়, পরে বিশ্বব্যাপীই সমাদৃত হয়েছিল ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট’। চলতি মাসের ৭ তারিখ মুক্তি পেয়েছে ছবিটির সিকুয়েল ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট টু: ইন্টারন্যাশনাল’।

প্রথমটির মতো এবারেরটিরও পরিচালক কিম সাং-হুন। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও শীর্ষ স্থান ধরে রেখেছে ছবিটি। এ পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ৩ কোটি ৫০ লাখ ডলার। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের হিসাবমতে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে ছবিটি আয় করেছে ৬০ লাখ ডলারের বেশি, যা অবশ্য প্রথম সপ্তাহ থেকে কিছু কম। এর মধ্যেই চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার তিনে পৌঁছে গেছে ছবিটি।

‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট টু: ইন্টারন্যাশনাল’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন হেয়ুন বিন, ইম ইয়ুন-আহ, ড্যানিয়েল হেনি। ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন জিন সান কেয়ু।

২০১৭ সালে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দ্য আউটলজ মুক্তির পাঁচ বছর পর আবারও তাঁকে পাওয়া গেল নেতিবাচক চরিত্রে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই গোয়েন্দাকে নিয়ে ছবির গল্প। কুখ্যাত একদল অপরাধীকে ধরতে যারা মরিয়া। গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়া ছবিটি শেষ হয় ২০২১ সালে জুনে।