বিশেষ দৃশ্যের আগে কয়েক সপ্তাহ না খেয়ে থাকেন এই তারকা
চলতি বছর কোরীয় সিরিজ ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। গত ৭ মার্চ মুক্তির পর ১৬ পর্বের সিরিজটি টানা অনেক দিন নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে ছিল। এই সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান আইইউ ও পার্ক বো-গাম। ১ আগস্ট এই দুই তারকা হাজির হয়েছিলেন সংগীতবিষয়ক টক শো ‘দ্য সিজনস: পার্ক বোগ-গাম ক্যান্টাবিলে’-এ। সেখানে আলাপচারিতায় উঠে এসেছে নানা জানা-অজানা কথা।
কোরিয়ান পপ তারকা আইইউ অনুষ্ঠানে হাজির হয়ে পার্কের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। তিনি মজা করে বলেন, ‘তোমার জন্য চর্মরোগ, কমেডি আর জাদুবিদ্যার দুনিয়া টেনশনে আছে।’ উত্তরে ‘গুড বয়’ অভিনেতা পার্কও কম যান না। মজা করে বললেন, ‘আমি সেটাই শুনেছি। লোকজন বলে, আমার মুখের দিকে তাকালেই নাকি লোকের বলিরেখা দূর হয়ে চামড়া টান টান হয়ে যায়।’
পার্ক কেবল মিষ্টি হাসির জন্য নয়, তাঁর নিখুঁত ত্বকের জন্যও পরিচিত। তাঁকে বলা হয় ‘গ্লাস স্কিন’ তারকা। তাঁর ত্বক নাকি কাচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল; প্রায়ই বলেন তাঁর ভক্ত-অনুসারীরা। তবে এমন ত্বকের জন্য ছুরি-কাচির নিচে যাননি অভিনেতা। এই অনুষ্ঠানে পার্ক নিজেই জানান তাঁর সৌন্দর্যের রহস্য। বলেন চমকে ওঠার মতো তথ্যও।
পার্ক জানান, শুটিংয়ের আগের দিন তিনি কিছুই খান না! এমনকি পানি পর্যন্ত না, যেন মুখে একটি ব্রণও না ওঠে। ক্যামেরার সামনে নিখুঁত ত্বক নিয়ে হাজির হতেই এমন ত্যাগ! শুধু তা–ই নয়, গুরুত্বপূর্ণ দৃশ্যের আগে তিনি কয়েক সপ্তাহ পর্যন্ত খাবার এড়িয়ে চলেন।
আইইউ তো সহ-অভিনেতার উত্তর শুনে হতবাক। একটু সামলে নিয়ে তিনি বলেন, ‘তুমিও এটা করো!’ তখন অভিনেতা জানান, শুটিংয়ের দিনে পানি কম খেলেই নাকি নিজেকে বেশি চাঙা মনে হয় তাঁর। তবে রেকর্ডিং চলাকালে তিনি প্রচুর পানি পান করেন বলেও জানান।
১ আগস্ট প্রচারিত হয় ‘দ্য সিজনস: পার্ক বোগ-গাম ক্যান্টাবিলের’ শেষ পর্ব। অনুষ্ঠানের স্মৃতিচারণা করতে গিয়ে পার্ক বলেন, তাঁর চোখে সবচেয়ে স্মরণীয় অতিথি ছিলেন জাং ডেউল লে। মজা করে বললেন, ‘বিয়ের আংটি খুলে ফেলার কথা মাথায় এসেছিল…।’ সঙ্গে সঙ্গেই সামলে নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘আংটির সাইজ বদলে যাওয়া নিয়ে তিনি কৌতুক করছিলেন মাত্র।’
দেখা দিলেন বিটিএসের ভি
‘দ্য সিজনস: পার্ক বো–গামের ক্যান্টাবিলের’ শেষ পর্বটি ছিল চমকে ঠাসা। শো চলাকালীন একটি ভিডিও বার্তায় দেখা যায়, বিটিএস ব্যান্ডের জনপ্রিয় সদস্য ভিকে। ভিডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে তিনি পার্ক বো-গাম ও দর্শকদের প্রতি তাঁর ভালোবাসা ও শুভেচ্ছা জানাতেই হাজির হয়েছেন।
কে এই পার্ক বো-গাম
৩২ বছর বয়সী পার্ক বো-গাম এই সময়ের আলোচিত কোরীয় তারকা। গান আর অভিনয় দিয়ে তরুণের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফোর্বস কোরিয়া পাওয়ার সেলিব্রিটি তালিকায় শীর্ষ তারকা হয়েছিলেন তিনি। ২০১১ সালে ‘হ্যালো মনস্টার’ সিরিজ দিয়ে নজর কাড়েন। এরপর তাঁকে দেখা গেছে ‘লাভ ইন দ্য মুননাইট’, ‘এনকাউন্টার’, ‘রেকর্ড অব ইয়ুথ’, ‘গুড বয়’ ইত্যাদি আলোচিত প্রকল্পে। অভিনয় ছাড়া গানেও আছেন পার্ক, গত এক দশকে বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন তিনি।
আইইউ কে
কোরীয় গায়িকা-অভিনেত্রী লি জিন-ইয়ুন আইইউ নামেই পরিচিত। মাত্র ১৫ বছর বয়সে ইপি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ দিয়ে নজর কাড়েন।
এরপর একের পর গান মুক্তি দেন। পরে আলোচনায় আসেন অভিনয় দিয়েও। ‘ড্রিম হাই’, ‘মাই মিস্টার’ ইত্যাদি তাঁর আলোচিত প্রকল্প। তবে চলতি বছর ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।
‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ কী নিয়ে
কোরিয়ার ষাটের দশকের দুই তরুণ-তরুণীর জীবনের গল্পকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা কিম উন-সিয়ক। গল্পের পরতে পরতে স্মৃতিকাতরতা। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ দেখে দর্শক কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন। ষাটের দশকের দুই চরিত্র আ সন ও গোয়ান সিককে নিয়ে আবর্তিত হয়েছে সিরিজের গল্প। গল্পে কোনো রহস্য নেই, সাদামাটা জীবনের গল্প নিপুণভাবে বুনেছেন নির্মাতা। নির্মাতা কিম উন-সিয়ক বলছেন, সিরিজটি দাদা-দাদি, মা–বাবাদের প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করেছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, সাউথ চায়না মর্নিং পোস্ট