মৃত্যুর ভুয়া খবর নিয়ে নীরবতা ভাঙলেন সেই পাকিস্তানি অভিনেত্রী

সাইদা ইমতিয়াজছবি: ইনস্টাগ্রাম

মঙ্গলবার দুপুরের দিকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাইদা ইমতিয়াজের ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়েছে দ্য ডনসহ বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যমে।

সাইদা ইমতিয়াজ
ছবি: ইনস্টাগ্রাম

বিষয়টি নিয়ে দিনভর আলোচনার পর মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় সাইদা ইমতিয়াজ জানান, তিনি ভালো আছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করে মৃত্যুর ঘোষণাটি দিয়েছে।
সাইদা ইমতিয়াজ বলেন, ‘আমি ঘুম থেকে ওঠার পর কয়েকটি কল ও খুদে বার্তা পেয়েছি। তবে কী ঘটেছে, তা বুঝতে পারছিলাম না। এটি আমার জন্য খুব পীড়াদায়ক ছিল।’
সাইদা ইমতিয়াজের মা ও বোন দেশের বাইরে থাকেন, খবরটি ছড়িয়ে পড়ার পর তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিনেত্রীর ভাষ্যে, ‘মানুষকে অনেক সময় উত্ত্যক্ত করা হয়। তবে একজনের পরিবারের সদস্যদের এভাবে মানসিকভাবে আঘাতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ভুয়া খবরটি ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাইদা, দিনভর কেঁদেছেন তিনি। তবে ভালো খবর হলো, যাঁরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছেন, তাঁদের খোঁজ মিলেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আহে সাইদা ইমতিয়াজের আইনি উপদেষ্টা ও ম্যানেজার মিয়ান শাহবাজ আহমেদ জিও নিউজকে জানান, সাইদা ইমতিয়াজ বেঁচে আছেন, পুরোপুরি সুস্থ আছেন। তিনি এখন লাহোরের বাসায় অবস্থান করছেন।

সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেওয়া সাইদার বেড়ে ওঠা নিউইয়র্কে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ক্রিকেটার ইমরান খানের বায়োপিক ‘কাপ্তান’-এ ইমরানের সাবেক স্ত্রী জেমিমার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১৯ সালে ‘কুলফি’ নামে এক সিনেমার ঘোষণা দেন সাইদা; এর আগে ‘ওয়াজুদ’, ‘রেডরাম’সহ বেশ কয়েকটি পাকিস্তানি সিনেমায় পাওয়া গেছে তাঁকে।

আরও পড়ুন