জন্মদিনে জানা–অজানা পিয়ার্স ব্রসনান

প্রথম জীবনে তিনি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, তাই তিনি লন্ডনের সেন্ট মার্টিন স্কুল অব আর্টে বাণিজ্যিক চিত্রকল্প অধ্যয়ন করতে শুরু করেছিলেন। তিনি তার প্রশিক্ষণের পরে গ্রাফিক শিল্পী হওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তিন বছর ফুলটাইম চাকরি করার পর তিনি অভিনয় পেশায় চলে আসেন। জেমস বন্ড হিসেবে যে কয়জন অভিনেতা আলোচিত, তাদের মধ্যে অন্যতম পিয়ার্স ব্রসনান। ১৬ মে মঙ্গলবার ৭০ বছরে পা দিলেন এই হলিউড অভিনেতা। জন্মদিনে থাকল জানা–অজানা কিছু তথ্য
১ / ১১
শৈশবে পিয়ার্স ব্রসনান
ইনস্টাগ্রাম
২ / ১১
১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের ৪টি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই আইরিশ অভিনেতা
ইনস্টাগ্রাম
৩ / ১১
১৯৮২ সালে টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘রেমিংটন স্টিল’-এ অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন
ইনস্টাগ্রাম
৪ / ১১
মাত্র ১১ বছর বয়সেই তিনি ৬ ফুট উচ্চতার অধিকারী হয়ে যান আর এই কারণে বেশ কটূক্তিরও সম্মুখীন হয়েছেন তিনি
ইনস্টাগ্রাম
৫ / ১১
পর্দায় যতই ধুন্ধুমার অ্যাকশন করুন না কেন, বাস্তব জীবনে তিনি একেবারেই ঠাণ্ডা প্রকৃতির
ইনস্টাগ্রাম
৬ / ১১
ভারতীয় পান মসলা কোম্পানির ‘পান বাহার’-এর বিজ্ঞাপনে মডেল হয়ে ক্ষমা চাইতে হলো তাঁকে
ইনস্টাগ্রাম
৭ / ১১
২০২০ সালে সেরা আইরিশ অভিনয়শিল্পীদের দ্য আইরিশ টাইমসের তালিকায় তিনি ১৫ নম্বরে ছিলেন
ইনস্টাগ্রাম
৮ / ১১
চলচ্চিত্রে তার অবদানের জন্য অভিনেতা ১৯৯৭ সালে হলিউড ওয়াক অব ফেমে জায়গা পান
ইনস্টাগ্রাম
৯ / ১১
তিনি প্রথমে একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, তাই তিনি লন্ডনের সেন্ট মার্টিন স্কুল অব আর্টে বাণিজ্যিক চিত্রকল্প অধ্যয়ন করতে শুরু করেছিলেন
ইনস্টাগ্রাম
১০ / ১১
পিয়ার্স ব্রসনান যেমন একবার ভুল করে ইঁদুর খেয়ে ফেলেছিলেন। এরপর টানা এক সপ্তাহ অসুস্থ ছিলেন বেচারা পিয়ার্স
১১ / ১১
১৯৮৯ সালের 'ব্যাটম্যান' চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিতে গেলেও নিজের একটি 'মূর্খ' মন্তব্যের জন্য তিনি ওই চরিত্রটি পাননি
ইনস্টাগ্রাম