ছবিতে তিন পুরস্কার

গত শনিবার রাতে পর্দা নেমেছে ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পৃথিবীর অন্যতম প্রাচীন এই উৎসবে এবার সর্বোচ্চ পুরস্কার জিতেছে একটি তথ্যচিত্র। অন্যদিকে বাংলাদেশ সময় গত রোববার সকালে ঘোষিত হয়েছে ৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস। এ ছাড়া গতকাল সকালে দেওয়া হয়েছে প্রডিউসারস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক পুরস্কারগুলোর বিস্তারিত।
১ / ৪
স্বর্ণভালুক হাতে সেনেগালের বংশোদ্ভূত ফরাসি নির্মাতা মাতি ডিওপ। তথ্যচিত্র ‘ডাহোমে’র জন্য বার্লিন উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতেছেন তিনি। পশ্চিম আফ্রিকার বেনিনের ডাহোমে সাম্রাজ্য থেকে ২৬টি রাজকীয় শিল্পকর্মের লুট করে ইউরোপিয়ানরা। পরে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় দেশটিকে। এই শিল্পকর্ম ফিরিয়ে দেওয়ার প্রভাব কতটা পড়েছে, তা নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। ছবি: এএফপি ২. নন্দিত কোরীয় নির্মাতা হং সাং-সু। এবার বার্লিনে ‘আ ট্রাভেলার্স নিডস’ সিনেমার জন্য রৌপ্যভালুক গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: এএফপি
২ / ৪
‘ওপেনহেইমার’ সিনেমার অভিনয়শিল্পীরা। ৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছে সিনেমাটি। এ অনুষ্ঠানে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের সিনেমাটি। ছবি: এএফপি
আরও পড়ুন
৩ / ৪
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন লিলি গ্যাডস্টোন। মার্টিন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার জেতেন তিনি। ছবি: এএফপি
৪ / ৪
‘ওপেনহেইমার’ সিনেমার অন্যতম প্রযোজক এমা থমাস ও পরিচালক ক্রিস্টোফার নোলান। গতকাল ৩৫তম বার্ষিক প্রডিউসারস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার পায় সিনেমাটি। ছবি: এএফপি