বুসানে আজ ‘বাংলাদেশ নাইট’

বুসানে জায়গা পাওয়া তিন বাংলাদেশি সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ নাইট’–এর আয়োজন করছে চরকি। আজ সোমবার রাতে বুসানের লাভি ডি অ্যাটলান হোটেলে এই আনন্দ আয়োজন করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চরকি। এতে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, সংবাদকর্মীসহ কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

বুসানের প্রতি আসরে যোগ দেওয়া বিভিন্ন দেশ এ ধরনের আনন্দ আয়োজন করে থাকে। এবারই প্রথম ‘বাংলাদেশ নাইট’–এর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে চরকি।

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবে এবার তিন বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ রয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গতকাল উৎসবের বুসান সিনেমা সেন্টারে এই সিনেমার প্রিমিয়ার হয়েছে।

উৎসবের আরেকটি প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে রয়েছে বাংলাদেশি দুই তরুণ নির্মাতার প্রথম চলচ্চিত্র; ইকবাল হোসাইন চৌধুরী বলী ও বিপ্লব সরকারের আগন্তুক। বুসানে বলী ও আগন্তুক–এরও প্রিমিয়ার হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী, বিপ্লব সরকার, অভিনেত্রী সাহানা সুমিসহ আরও অনেকে বুসানে রয়েছেন।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব শেষ হবে ১৩ অক্টোবর।