কান চলচ্চিত্র উৎসব: সবার আগে যে সিনেমাটির প্রিমিয়ারের কথা জানা গেল

‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: কান উৎসবের অফিশিয়াল সাইট থেকে

দরজায় কড়া নাড়ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। তাঁর আগেই শেষ হয়েছে গুরত্বপূর্ণ এই উৎসবের সিনেমা জমা নেওয়ার পালা। এখন অপেক্ষা কবে মনোনয়ন ঘোষণা করা হবে। তার আগেই গতকাল কানের অফিশিয়াল সাইট একটি সিনেমার প্রিমিয়ারের খবর প্রকাশ করেছে।

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটি। এটি উৎসবে আউট অব কম্পিটিশন শাখায় আগামী ১৫ মে প্রদর্শিত হবে। ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির ছবিটি নির্মাণ করেছেন জর্জ মিলার। এতে অভিনয় করেছেন আনা টেলর-জয় ও ক্রিস হেমসওয়ার্থ। ৯ বছর পর সিনেমাটির প্রিকুয়েল মুক্তি পাচ্ছে।

‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে একটি দৃশ্যে। ছবি: কান উৎসবের অফিশিয়াল সাইট থেকে

মিলার ভ্যারাইটিকে বলেন, ‘এই প্রিকুয়েলের আইডিয়া এক যুগের বেশি সময় আগের। সিনেমাটি কানে প্রিমিয়ার হতে যাচ্ছে, আবার কানে ফিরছি, এটা রোমাঞ্চকার একটা বিষয়। “ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা” সিনেমার কান উৎসবের প্রিমিয়ারই সবচেয়ে ভালো জায়গা যেখানে সারা বিশ্বের দর্শকদের সঙ্গে সিনেমাটির অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারব।’

মিলার এর আগে দুবার কান চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে একবার সদস্য ও একাবার তিনি জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭৭তম কান উৎসব ১৪-২৫ মে পর্যন্ত চলবে। ১৫ মার্চ ছিল কানে সিনেমা জমা দেওয়ার শেষ দিন। আগামী ১১ এপ্রিলে জানা যাবে বিভিন্ন শাখায় মনোনীত সিনেমার নাম।