‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত
বাংলা সিনেমা–সংশ্লিষ্টদের জন্য খবরটি আনন্দের। আসন্ন সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’।
১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার পাওয়ার পর মাস্তুল এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রশংসা পাচ্ছে। তিনি আরও জানান, ‘ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছি এবং সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে রওনা হব।’
সিনেমার কাহিনি
মাস্তুল একটি তেলবাহী জাহাজে রান্নার কাজ করা বৃদ্ধ মকবুলের গল্প। খালাসিরা তাঁকে মালিকের গুপ্তচর মনে করে অবজ্ঞা করে; কিন্তু এক বন্দরে আশ্রয়হীন শিশু নূরার সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলে; কিন্তু খালাসিদের সঙ্গে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে মকবুল বাধ্য হয় নূরাকে অনিশ্চিত বন্দরে নামিয়ে দিতে, সঙ্গে দিয়ে দেয় তাঁর জীবনের সব সঞ্চয়।
অভিনয়শিল্পী ও কলাকুশলী
ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, শিশুশিল্পী আরিফ হাসান প্রমুখ। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান।
দেশে মুক্তি...
নির্মাতা জানিয়েছেন, ‘স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের “মাস্তুল” দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে।’ চলচ্চিত্র সমালোচকদের মতে, মাস্তুল চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের মান ও প্রতিভাকে তুলে ধরছে, যা দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য গর্বের বিষয়।