ইনস্টাগ্রামে ৩ কোটি ফলোয়ার, কে এই তুর্কি অভিনেত্রী

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এর্চেল; ৩ কোটি ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে তাঁর।

১ / ৫
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে মুহূর্তেই লাখ লাখ ‘রিঅ্যাক্ট’ পান হান্দে এর্চেল
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
তাঁর বেশির ভাগ পোস্টেই ১০ লাখের বেশি ‘রিঅ্যাক্ট’ দেখা গেছে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ সিরিজে অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন হান্দে এর্চেল
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
সিরিজের পাশাপাশি ‘ইনটক্সিকেটেড বাই লাভ’ সিনেমাতেও দেখা গেছে ২৯ বছর বয়সী এই তারকাকে
ইনস্টাগ্রাম থেকে