রেটিং মাত্র ৪.৬, সেই সিনেমাই সবচেয়ে বেশি দেখছেন দর্শক

সিনেমাটির পোস্টার।
ছবি: আইএমডিবি

গত সপ্তাহে ‘আইরিশ উইশ’ সিনেমাটি ছিল নেটফ্লিক্সের তালিকার শীর্ষ। তবে সিনেমাটিকে মাত্র ছয় দিনেই ছাড়িয়ে গেল আরেকটি নতুন ছবি ‘হার্ট অব দ্য হান্টার’। সিনেমাটির দর্শক যেমন বেশি, তেমনি দেখার সময়ের গড় ব্যাপ্তিও বেশি। অথচ দর্শকদের পছন্দে নেটফ্লিক্সের শীর্ষে থাকা এ সিনেমাটি আইএমডিবি রেটিং মাত্র ১০–এ ৪.৬। সচরাচর এই রেটিংকে ধরা হয় সিনেমাটির গড়পড়তা। তারপরও দর্শকেরা কেন দেখছেন সিনেমাটি?

বেশির ভাগ দর্শক সিনেমাটিকে অ্যাকশন দৃশ্যের জন্যই পছন্দ করছেন
ছবি: আইএমডিবি

দক্ষিণ আফ্রিকার এ সিনেমাটি অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর। সিনেমাটি ডিওন মেয়ারের উপন্যাস থেকে নেওয়া। তিনি ক্রাইম–থ্রিলার লেখক হিসেবে জনপ্রিয়। তাঁর লেখা একই নামে উপন্যাসে তুলে ধরেছেন সরকারের রাজনৈতিক নানা প্রেক্ষাপটের ঘটনা। দক্ষিণ আফ্রিকান সরকারের ক্ষমতা, সরকার নিয়ে ষড়যন্ত্র, দুর্নীতি, মাদকসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যা সরকারের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করে। যে কারণে সিনেমাটির সঙ্গে দক্ষিণ আফ্রিকার দর্শক নিজেদের সংযুক্ত ভাবতে পেরেছেন।

সিনেমাটির সঙ্গে দক্ষিণ আফ্রিকার দর্শক নিজেদের সংযুক্ত ভাবতে পেরেছেন
ছবি: আইএমডিবি

সিনেমাটি কেন পছন্দ করছেন? এটা নিয়ে আইএমডিবিতে আমায়রা নামে এক সমালোচক লিখেছেন, ‘এটা দারুণ একটি গল্প। সিনেমাটিতে গল্প বলার ভঙ্গিও ভালো। পরিচালক, চিত্রগ্রাহক থেকে অভিনয়শিল্পী—সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। আফ্রিকার সিনেমায় এমন মারপিট, অস্ত্রের ব্যবহার ছিল অভাবনীয়। যাঁরা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, তাঁদের অবশ্যই সিনেমাটি প্রস্তাব করব।’ বেশির ভাগ দর্শক সিনেমাটিকে অ্যাকশন দৃশ্যের জন্যই পছন্দ করছেন।

দক্ষিণ আফ্রিকার সরকার নিয়ে ষড়যন্ত্র চলছে। যেকোনো বিপজ্জনক ঘটনা সামনে আসতে যাচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে অবসরে যাওয়া এক গুপ্তঘাতক বন্ধুর জন্য আবার ফিরে। এটা নিয়েই গল্প।

সিনেমাটি নেটফ্লিক্সে দক্ষিণ আফ্রিকার জন্য নতুন ইতিহাস গড়ল
ছবি: আইএমডিবি

এমন গল্পের সিনেমাটি নেটফ্লিক্সে দক্ষিণ আফ্রিকার জন্য নতুন ইতিহাস গড়ল। এটিই নেটফ্লিক্সের সাপ্তাহিক চার্টের শীর্ষস্থান দখল করা প্রথম আফ্রিকান সিনেমা। এটি পরিচালনা করেছেন মান্ডালা ডিউব। সিনেমাটি নিয়ে পরিচালক গণমাধ্যমে বলেন, ‘আফ্রিকার সিনেমার সব সময়ই আলাদা একটা মেজাজ ছিল। সেই গল্প বলার সুযোগ করে দিচ্ছে নেটফ্লিক্স। সিনেমাটি বিশ্বজুড়ে দর্শক দেখছেন। গ্লোবালি ১ নম্বরে রয়েছে। এটা উদীয়মান চলচ্চিত্র পরিচালকদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেবে।’
সিনেমা অভিনয় করেছেন বনকো খোজা, কোনি ফার্গুসন, মাসাসা এমবাঙ্গেনি প্রমুখ।