কেন দেখবেন ‘অ্যানাটমি অব আ ফল’

‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার পোস্টার
ছবি: আইএমডিবি

হঠাৎ রহস্যজনকভাবে একজন মারা যান। ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। প্রশ্ন এটি কি হত্যাকাণ্ড? ঘটনার বেশ কিছু সূত্র মেলে। সেই সূত্রগুলো নিহত ব্যক্তির লেখিকা স্ত্রীর দিকেই সন্দেহের তির ছুড়ে দেয়। তারপর এই সিনেমা দর্শকদের নিয়ে যায় কোর্ট রুমে। সেখানে সিনেমার মূল অভিনেত্রী জান্দ্রা হলার ওপর কঠোর নজর রাখেন দর্শক।

সেখানে ঘুরপাক খেতে থাকে একটি প্রশ্ন, এটা খুন নাকি আত্মহত্যা? সেই প্রশ্ন মানবীয় এক সত্যের মুখোমুখি হাজির করে দর্শকদের। সিনেমার নাম ‘অ্যানাটমি অব আ ফল’। সিনেমাটি এবার কান উৎসবে স্বর্ণপাম পুরস্কার জয় করেছে।

‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমা দৃশ্যে
ছবি: আইএমডিবি

শুরুর দিকে থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে সমালোচক ও দর্শকদের আগ্রহ তেমন একটা ছিল না। কিন্তু সিনেমাটি দেখার পর একাধিক সমালোচক জানিয়েছিলেন, সিনেমার প্রথম ৩০ মিনিট গতি মন্থর হলেও পরে জাত চিনিয়েছে। সিনেমার গল্পটি একাধিকবার একেক দিকে মোড় ঘুরে গেছে। এ সিনেমাটি দিয়ে পরিচালক জাস্টিন ত্রিয়েত দ্বিতীয়বার প্রধান প্রতিযোগিতা শাখায় মনোনয়ন পান। নারী নির্মাতা হিসেবে তিনি তৃতীয় স্বর্ণপাম জয়ের গৌরব অর্জন করেন।

পুরস্কার হাতে পরিচালক
ছবি: আইএমডিবি

সিনেমাটি নিয়ে বিশ্বের একাধিক গণমাধ্যম ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও সেগুলোর দিকে ভুলেও ফিরে তাকাননি জুরিরা—তাঁরা কোনোভাবেই পক্ষপাতিত্ব না করতে নিজেদের মতামতকে প্রাধান্য দিয়েছেন। এবারের উৎসবের জুরিদের প্রধান অস্টল্যান্ড স্বর্ণপাম জয়ী সিনেমাটি নিয়ে বলেন, ‘দিন শেষে আমাদের সব জুরিদের পছন্দকে সাধুবাদ জানাতে হয়। তাঁরা সবাই “অ্যানাটমি অব আ ফল” সিনেমাটির পক্ষে রায় দিয়েছেন। সিনেমাটি সুনির্মিত। ত্রিয়েত সৃজনশীল এক গল্পের মাধ্যমে সম্পর্কের সত্যকে দর্শকদের হৃদয়ে স্পর্শ করিয়েছেন। এখানে আরও মজার ব্যাপার ছিল, নারী হিসেবে প্রধান চরিত্রের ভূমিকা। সাধারণত গল্পগুলোতে দেখা যায়, নারীদের একটা পাশটা ভালো থাকে। কিন্তু এখানে সেটা নতুন করে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি করবে।’

‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার একটি দৃশ্য
ছবি: আইএমডিবি

তবে সিনেমাটির স্বর্ণপাম প্রাপ্তি নিয়ে রয়েছে বিতর্ক। সেটা স্বীকার করেছেন জুরি সদস্যরাও। তবে সেগুলোয় প্রভাবিত হতে চান না তাঁরা। এ ছাড়া ৭৬তম কান চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পর ৬০ সমালোচকের ভোটে সেরা সিনেমা নির্বাচন করেছে চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ইন্ডিওয়্যার। সেখানেও ‘অ্যানাটমি অব আ ফল’ পেয়েছে মাত্র ১৮ ভোট। অন্যদিকে গণহত্যা নিয়ে সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ পেয়েছে সর্বাধিক ২৯ সমালোচকের ভোট।