কান উৎসবের মনোনয়ন পেলেন কারা, বাংলাদেশের নাম আছে কি?

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পরে। ছবি: কোলাজ
মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমা কাইন্ডস অব কাইন্ডনেস’ এর একটি দৃশ্যে
ছবি: আইএমডিবি

সারা বিশ্বের সিনেমাপ্রেমী, সাংবাদিক, সমালোচকেরা অপেক্ষায় থাকেন এই মনোনয়ন ঘোষণার জন্য। বহুপ্রতীক্ষিত সেই কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে আজ। স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনী শাখা দিয়ে শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমার নামের তালিকা। এই বিভাগে শুরুতেই ঘোষণা করা হয় ইয়োলন্ডি জোবারম্যান পরিচালিত তথ্যচিত্র ‘দ্য বিউটি অব গাজা’–র নাম। ১৯৯৩ সালে এই নারী নির্মাতা ‘ইভান অ্যান্ড আব্রাহাম’ সিনেমা দিয়ে প্রথম কানে মনোনয়ন পেয়েছিলেন। সিনেমাটির জন্য তরুণ পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছিলেন।

পরবর্তী সময়ে উৎসব পরিচালক থিঁয়োরি ফ্রেমো সংবাদ সম্মেলনে একে একে ঘোষণা করেন উৎসবের প্রতিযোগিতামূলক সব শাখার সিনেমার নাম। এবারও উৎসবে বাংলাদেশ থেকে বেশকটি সিনেমা জমা দেওয়া খবর শোনা গিয়েছিল। কিন্তু এই তালিকায় জায়গা হয়নি দেশের সিনেমার। তবে সৌদি আরব, সোমালিয়া, হংকং, ভিয়েতনাম, ভারতসহ বিশ্বের নানা প্রান্তের সিনেমার অফিশিয়াল শাখাগুলোয় জায়গা করে নিয়েছে। কোনো কোনো দেশের জন্য এই মনোনয়ন ছিল রেকর্ড।

ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপলিস’ মূল শাখায় জায়গা করে নিয়েছে।
ছবি: আইএমডিবি

গত মাসেই উদ্বোধনী সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছিল ‘সেকেন্ড অ্যাক্ট’ দিয়ে পর্দা উঠছে ৭৭তম এই কান উৎসবের। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগের একটি সিনেমার নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপলিস’। এ ছাড়া আউট অব কমপিটিশন বিভাগে দেখানো হবে জর্জ মিলারের ফিউরোসিয়া। এরপরই বাকি এই মনোনয়নের জন্য অপেক্ষায় ছিল সিনেমা দুনিয়া।
কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বেশি আলোচনায় থাকে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো। উৎসবের সেরা সিনেমা, সেরা পরিচালকসহ বড় পুরস্কার দেওয়া হয় এই শাখার সিনেমাকে। উৎসবে সবচেয়ে বড় সম্মাননা পাম দ’র বা স্বর্ণপাম পুরস্কার বরাদ্দ থাকে এই শাখার জন্য। সম্মানজনক এই বিভাগের দিকে সারা বিশ্বের পরিচালকদের নজর থাকে।

বলা হয়, এই সিনেমাগুলো পরবর্তী সময়ে বিশ্বে সিনেমা অঙ্গনে দাপিয়ে বেড়ায়। যেমন গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে গ্র্যান্ড পুরস্কার ও ফিপরেস্কি পুরস্কার জয় করে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। পরে সেই সিনেমাটিই অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখায় সেরা হয়। এ ছাড়া স্বর্ণপামজয়ী ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমাটি গত বছরজুড়ে আলোচনা ছিল।

আলী আব্বাসি পরিচালিত ‘দ্য অ্যাপেনটিস’ সিনেমায় অভিনয় করেছেন সেবাস্টিন। ছবি: আইএমডিবি

গুরুত্বপূর্ণ এই শাখার সিনেমার মধ্যে শুরুতেই ইরানির পরিচালক আলী আব্বাসি পরিচালিত ‘দ্য অ্যাপেনটিস’ সিনেমার নাম ঘোষণা করা হয়। তালিকায় ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ জায়গা পেয়েছে।

একনজরে মূল প্রতিযোগিতা বিভাগের মনোনয়ন
‘মোটেল ডেস্টিনো’: পরিচালক, কারিম আইনুজ
‘বার্ড’: পরিচালক, আন্দ্রে আর্নল্ড
‘এমিলিয়া পেরেজ’: পরিচালক, জ্যাকুয়িজ এডিয়ার্ড
‘এনোরা: পরিচালক’, শন বেকার
‘দ্য শ্ররাউডস’: পরিচালক, ডেভিড ক্রনেনবার্গ
‘দ্য সাবসট্যান্স’: পরিচালক, কোরালি ফার্গেট
‘গ্র্যান্ড ট্যুর’: পরিচালক, মিগুয়েল গোমেজ
‘মার্সেলো মিয়ো: পরিচালক, ক্রিস্টফি হনার
‘কট বাই দ্য টাইডস’: পরিচালক, জি জিয়াং-কে

ভারতের নারী নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ মনোনয়ন পেয়েছে। ছবি: আইএমডিবি

‘অল উই ইমাজিন অ্যাস লাইট’: পরিচালক, পায়েল কাপাডিয়া
‘কাইন্ডস অব কাইন্ডনেস’: পরিচালক, হয়োগস ল্যান্থিমোস
‘লা’আমর ওউফ’: পরিচালক, গিলিস লেল্লোচি
‘ওয়াইল্ড ডায়মন্ড’: পরিচালক, আগাতি রিডিনজার
‘ওহ, কানাডা’: পরিচালক, পল সেহরাডার
‘লিমিনভ-দ্য ব্যালাড’: পরিচালক, ক্রিরিল সেরেবেরেনিকভ
‘পার্থেনভ’: পরিচালক, পাওলো সরেনটিনো
‘দ্য গার্লস উইথ দ্য নিডেল’: পরিচালক, ম্যাগনাস ভন হর্ন

কান চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা ‘আঁ সার্তে’ রিগা বিভাগ। এই শাখায় সচরাচর প্রথম ও দ্বিতীয় সিনেমায় পরিচালকদের সিনেমা মনোনয়ন পায়। তবে মাঝেমধ্যে ব্যতিক্রমও ঘটে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চোখ থাকে এই শাখার দিকে। এই শাখায় তরুণ নির্মাতা তৌসিফ আলজায়েদি পরিচালিত ‘নোরা’র নাম শুরুতেই ঘোষণা করা হয়। সৌদি আরব থেকে প্রথমবার কানের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেল সিনেমাটি। এ ছাড়া এই বিভাগে মনোনয়ন পেয়েছে কনস্টানটিন বোজানভের ‘দ্য শেমলেস’, ‘লে রয়ুমি’ পরিচালনা করেছেন জুলিয়েন কোলোনার। রয়েছে ভারতের নারী পরিচালক সান্দায়া সুরির সিনেমা।

সৌদি আরবের সিনেমা ‘নোরা’র পোস্টার। ছবি: সংগৃহীত

একনজরে আঁ সার্তে রিগার মনোনয়ন
‘ভিংক্ট ডিউক্স’: পরিচালক, লুইস কোরভোয়েসিয়ার
‘হু লেট দ্য ডগ বাইট’: পরিচালক, গুয়ান হু
‘দ্য ভিলেট নেক্সট টু প্যারাডাইস’: পরিচালক, মো হারায়ি
‘সেপ্টেম্বর সেস’: পরিচালক, আরিয়ান লাবেদ
‘ল’হিস্টোয়ার ডে সোলেমান’: পরিচালক, বরিস লোজকিনে
‘দ্য ডেমন্ড’: পরিচালক,: পরিচালক, রবার্ত মিনেরভিনি
‘অন বিকামিং আ গুইনিয়ে ফৌল’: পরিচালক, রানগানো নয়োনি
‘মাই সানশাইন’: পরিচালক, হিরোইশি ওকুয়ামা
‘সানটোস’: পরিচালক, সান্দায়া সুরি
‘ভিয়েত অ্যান্ড নাম’: পরিচালক, ট্রঅং মিন
‘আর্মান্ড’: পরিচালক, হাল্ফডান উলম্যান টনডেল

মিডনাইট স্ক্রিনিং, আউট অব কমপিটিশন, কানস প্রিমিয়ার শাখার মনোনয়ন ঘোষণা করা হয়। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে।

‘সানটোস’ দিয়ে আঁ সার্তে রিগা বিভাগে মনোননয় পেয়েছেন ভারতের আরেক নারী পরিচালক সান্দায়া সুরি।