গাজার প্রশ্নের অস্বস্তি আর লালগালিচায় তারকারা

গতকাল বুধবার শুরু হয়েছে ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম দিনেই উৎসবে ঘটেছে অনেক ঘটনা। লালগালিচায় বড় তারকাদের উপস্থিতি যেমন উৎসব জমিয়ে দিয়েছে, তেমনি আলোচনায় ছিল গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গও। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ৯
লালগালিচায় হাজির অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেট। এএফপি
২ / ৯
‘লা গ্রাজিয়া’ সিনেমার প্রচারে ভেনিসে হাজির লেনি ক্লাম ও হেইডি ক্লাম
৩ / ৯
অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটনও ছিলেন উৎসবের প্রথম দিনে। এএফপি
৪ / ৯
উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। তিনি এদিন সংবাদ সম্মেলেন গাজা প্রসঙ্গে এড়িয়ে যান। প্রশ্নের মুখে পেইন বলেন, ‘সত্যি বলতে, আমি এ প্রশ্নের জন্য প্রস্তুত নই। আমি এখানে এসেছি সিনেমা নিয়ে বিচার করতে ও কথা বলতে। আমার রাজনৈতিক মতামত অনেকের সঙ্গে মিলেই থাকবে, সেটা নিশ্চিত।’ এএফপি
৫ / ৯
লালগালিচায় আলো ছড়ান জর্মান মডেল হেইডি ক্লাম। এএফপি
৬ / ৯
লালগালিচায় ইতালীয় গায়িকা রোজ ভিলাইন। এএফপি
৭ / ৯
এক ফ্রেমে ইতালীয় নির্মাতা আলবার্তো বারবেরা, মার্কিন নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কাপোলা ও জার্মান নির্মাতা ওয়ার্নার হারজগ। এএফপি
৮ / ৯
ব্রাজিলিয়ান অভিনেত্রী ফারনান্দো তোরেস, এবার তিনি বিচারের দায়িত্ব পালন করছেন। গতকাল এভাবেই দেখা দেন উৎসবে। এএফপি
আরও পড়ুন
৯ / ৯
উৎসবের প্রথম দিনে চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাসূচক স্বর্ণসিংহ পুরস্কার তুলে দেওয়া হয় জার্মান নির্মাতা ওয়ার্নার হারজগের হাতে। এএফপি