মিস ইউনিভার্সে সৌদি মডেল অংশগ্রহণের খবর মিথ্যা: কর্তৃপক্ষ

রুমি আলকাহতানিছবি: ইনস্টাগ্রাম থেকে

মিস ইউনিভার্সের এবারের আসরে সৌদি আরবের তরুণ মডেল রুমি আলকাহতানি অংশ নিচ্ছেন না। মার্চের শেষ ভাগে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছেন তিনি।

রুমির পোস্টের বরাতে খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। রাতারাতি দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন রুমি।

রুমি আলকাহতানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। রুমি আলকাহতানি মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না। সৌদি আরবে মিস ইউনিভার্সের প্রতিযোগী নির্বাচনপ্রক্রিয়া চালানো হয়নি।
এই বছর মেক্সিকোতে বসছে মিস ইউনিভার্সের আসর; এতে শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেবেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাঁকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। পাশাপাশি এক্স ও ফেসবুকে লাখো মানুষ অনুসরণ করেন তাঁকে।

আরও পড়ুন