মা–বাবার বিচ্ছেদের পর টিকে থাকতে অভিনয় পেশা, এখন ২০০ কোটি টাকার মালিক
মা-বাবার বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্র থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় দাদির কাছে অস্ট্রেলিয়ায়। সেখান পড়াশোনা আর টিকে থাকতে একসময় বাধ্য হয়েই অভিনয়ে আসতে হয়। একসময় অভিনয়কে সহজ মনে করলেও পরে এটা বেশ কঠিন মনে হয়। অভিনয় নিয়েই পড়াশোনা করেন। বাধ্য হয়ে অভিনয়ে আসা এই অভিনেতা প্রায় ২০০ কোটি টাকার মালিক। অস্ট্রেলিয়ান এই অভিনেতার নাম বেন মেন্ডেলসন। ‘অ্যানিমেল’ অভিনেতার আজ জন্মদিন। ছবিতে দেখে নিতে পারেন তাঁর জানা-অজানা অধ্যায়।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫