সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ হঠাৎ বন্ধ ঘোষণা
ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জন্য ভরসার নাম ছিল ‘সাবসিন’। লাখো সাবটাইটেলে সমৃদ্ধ ভান্ডারটি হঠাৎ বন্ধ হয়ে গেছে।
দিন দুয়েক আগে সাবসিনের ফোরামে এক পোস্টে এক ঘোষণায় জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে। হঠাৎ এমন ঘোষণায় সাবটাইটেল অনুবাদক, দর্শকসহ অনেকেই বিচলিত হয়ে পড়েছেন।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবসিন বন্ধ হয়ে গেছে। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তবে কী কারণে বন্ধ করা হয়েছে—তা জানানো হয়নি।
‘সাবসিন’ বন্ধের ঘোষণায় ফেসবুকসহ সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। আকাশ আহমেদ নামের এক সাবটাইটেল অনুবাদক লিখেছেন, ‘বছরের পর বছর ধরে অনেক স্মৃতি এই সাইটের সঙ্গে। শুধু আমার বলে না, বাংলা সাবের জমায়েত ছিল এখানেই। বাংলা বাদ দিলাম, অনেক সময় ইংরেজি সাবের জন্যও তো এখানেই ঢুঁ মারা হতো সব সিনেমাপ্রেমীর। হয়তো বিকল্প আছে বা আসবে। তবে, “সাবসিন” বন্ধ হওয়াতে অনেক সিনেমা অনুরাগীই বেশ ঝামেলায় পড়বে। আর এটা ছিল আবেগের মতো। অনেকটা প্রথম প্রেমের মতো।’
সাবসিনে হলিউড, বলিউড, দক্ষিণি, কোরিয়ান, তুর্কিসহ নানা সিনেমা ও সিরিজের সাবটাইটেল পাওয়া যেত।
সাবসিন বন্ধ হলেও ওপেনটাইটেলসসহ আরও কয়েকটি সাবটাইটেল প্ল্যাটফর্ম থেকে সাবটাইটেল ডাউনলোড করতে পারেন দর্শকেরা।