চোখ থাকবে বাংলাদেশের তরুণদের দিকে

‘অটোবায়োগ্রাফি’ সিনেমার একটি দৃশ্যে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী
ছবি : ফারুকীর ফেসবুক

এশিয়ার গুরুত্বপূর্ণ আয়োজনের একটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ শুরু হচ্ছে উৎসবের ২৮তম আসর। উৎসবে বাংলাদেশ থেকে তিনটি সিনেমা অংশ নিচ্ছে। নিউ কারেন্টস বিভাগে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এ ছাড়া জিসোক বিভাগে অংশ নেবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’।

১৯৯৬ সালে যাত্রা শুরুর সময় থেকে নিউ কারেন্টস বিভাগ উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে স্বীকৃত। সারা বিশ্বের চলচ্চিত্রবোদ্ধা ও সাংবাদিকদের বিশেষ দৃষ্টি থাকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের প্রতিযোগিতামূলক শাখার দিকেই। এর বড় কারণ হলো, এ বিভাগে শুধু নতুন ও তরুণ নির্মাতাদের সিনেমা জায়গা পায়। তাঁদের উৎসাহিত করতে ৩০ হাজার ডলারের দুটি পুরস্কার (গ্র্যান্ড প্রাইজ) ‘নিউ কারেন্টস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কিছু কারণে বুসান এশিয়ার তরুণ নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ উৎসব হয়ে উঠছে।

বুসান প্রতিবছর এশিয়ার সিংহভাগ নতুন নির্মাতার সিনেমার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়। এই উৎসবের প্রধান বৈশিষ্ট্যই হলো নতুন নির্মাতাদের সিনেমাকে প্রাধান্য দেওয়া। যা অন্যান্য আয়োজনে তেমন নজরে পড়ে না। বিশেষ করে এ উৎসবের বেশির ভাগ সিনেমাই এশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে তরুণ নির্মাতাদের প্রশংসা ও পুরস্কার এনে দেয়। কানাডার টরন্টোসহ একাধিক উৎসবে পরবর্তীকালে প্রদর্শিত হয় সিনেমাগুলো। শুধু তা–ই নয়, এ উৎসবের মেধাবী তরুণ নির্মাতাদের চিন্তাচেতনা নিয়ে নির্মিত সিনেমাগুলো দেখার জন্য বিপুলসংখ্যক দর্শকের আগ্রহ থাকে।

‘অটোবায়োগ্রাফি’ ছবির পোস্টার

উৎসব কর্তৃপক্ষ ফেস্টিভ্যাল সাইটে উল্লেখ করেছে, এশিয়ার নতুন তরুণ নির্মাতাদের শৈল্পিক কাজগুলো তারা দর্শকের সামনে তুলে ধরতে চায়। শুরু থেকেই তারা এ চেষ্টা করে যাচ্ছে। এ বছরও দুটি যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া নিউ কারেন্ট বিভাগের ১০টির মধ্যে এশিয়ার সিনেমা ৮টি। এশিয়ার সিনেমাকে গুরুত্ব দিতেই এশিয়ার সিনেমার প্রাধান্য রয়েছে। নামও এশিয়া ঘিরেই। যেমন আ উইন্ডো অন এশিয়ান সিনেমা, কোরিয়ান সিনেমা টুডে।

এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। এবার তিনি প্রথম সিনেমা দিয়েই জায়গা করে নিয়েছেন উৎসবের নিউ কারেন্টস বিভাগে। গল্পে আছে নতুনত্ব। এক তরুণ, তিনবারের চ্যাম্পিয়ন বলী খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেছে এক বয়স্ক লোক—এটাই ‘বলী’ সিনেমার গল্প। কিন্তু ‘বলী’ শক্তি আর কৌশলের খেলার চেয়ে ভিন্ন কথা বলবে। সেটা প্রিমিয়ারেই দেখা যাবে। গত বছরের এপ্রিল-মে মাসে ‘বলী’ সিনেমার টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। যেখানে খাবার, থাকাসহ নানা বাধা ও প্রতিবন্ধকতায় শুটিং করতে হয়েছে। ‘বলী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান। জানা যায়, ৭, ৮ ও ৯ অক্টোবর প্রিমিয়ার হবে ‘বলী’ সিনেমার।

‘বলি’ ছবির পোস্টার

খুব বেশি বাজেটের সিনেমা নয় ‘আগন্তুক’। কাছের কিছু মানুষদের পেছনে নিয়েই গল্পের ওপর ভরসা করে শুরু হয় তরুণ নির্মাতা বিপ্লবের যাত্রা। গল্পে তিনি তুলে ধরেছেন মনস্তাত্ত্বিক লড়াই। মা ও অসুস্থ দাদিকে নিয়ে ১০ বছরের কাজলের সংসার। দীর্ঘদিন পরপর কাজলের বাবা বাড়ি আসে। এ নিয়ে সবার মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান প্রমুখ। ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান ও পরিচালক বিপ্লব সরকার। ৭, ৮ ও ১১ তারিখে প্রিমিয়ার হবে ‘আগন্তুক’-এর।

‘আগন্তুক’ ছবির পোস্টার

তরুণদের অগ্রাধিকার দিলেও এশিয়ার গুণী চলচ্চিত্র নির্মাতাদের জন্য জিসোক নামে একটি আলাদা বিভাগ চালু করে বুসান। জিসোক এশিয়ার চলচ্চিত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মারা যাওয়ার পর ২০১৭ সাল থেকে এ শাখা চালু হয়। এখানে এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের সিনেমা অংশগ্রহণ করে। এ শাখায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ সিনেমা অংশ নিচ্ছে। এশিয়ার মধ্যে ফিলিপাইনের মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ ১০ নির্মাতার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাঁদের জীবনের নানা গল্পই এতে উঠে এসেছে। সিনেমাটির প্রিমিয়ার হবে ৮, ৯ ও ১১ অক্টোবর। এই শাখায় বিজয়ী সিনেমাকে পুরস্কারের সঙ্গে দেওয়া হবে ১০ হাজার ডলার নগদ অর্থ।

বাংলাদেশের তিন সিনেমার পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে। তাঁরা প্রদর্শনের পর সিনেমা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন। উৎসবে নিউ কারেন্টস বিভাগে ১০টি সিনেমার মধ্যে জাপান ও বাংলাদেশ থেকে দুটি করে সিনেমা অংশ নিচ্ছে। ভ্যারাইটিসহ একাধিক গণমাধ্যমের সিনেমা বিশ্লেষকেরা মনে করেন, এশিয়াসহ বিশ্ব চলচ্চিত্রে ক্রমেই দাপট দেখাবেন বাংলাদেশের তরুণ নির্মাতারা। ‘রেহানা’ দিয়ে তাঁরা অন্য রকম যাত্রা শুরু করেন। অন্যদিকে এর আগেও ‘শনিবার বিকেল’ সিনেমা দিয়ে জিসোক শাখায় মনোনয়ন পেয়ে পুরস্কার পাননি ফারুকী। এবার তাঁর সিনেমা ঘিরে পুরস্কারের সম্ভাবনা তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে, এসব মিলিয়ে বুসানে আলোচনায় থাকবে বাংলাদেশের সিনেমা।

আজ শুরু হয়ে বুসান উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এর আগে নিউ কারেন্টস বিভাগে বাংলাদেশের আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ সিনেমাটি জায়গা পেয়েছিল। সব মিলিয়ে ৬৯টি দেশের ২০৯টি সিনেমা দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।