কানে মৌমাছির হানা, কাবু অস্কারজয়ী অভিনেত্রী

১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। নতুন সিনেমার প্রিমিয়ার, বড় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমে উঠেছে উৎসব। এর মধ্যে গতকাল শুক্রবার উৎসবে ঘটল মজার ঘটনা। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

১ / ৬
গতকাল শুক্রবার সিনেমা ছাপিয়ে আলোচনায় মৌমাছি আর এমা স্টোনের ‘যুদ্ধ’। নিজের নতুন ছবি ‘এডিংটন’-এর প্রিমিয়ারে অংশ নিতে লালগালিচায় হাজির অস্কারজয়ী অভিনেত্রী। সেখানেই বাধে বিপত্তি। বেয়াড়া এক মৌমাছি এমাকে একটু বেশিই পছন্দ করে ফেলে, বারবার বিরক্ত করতে থাকে। এএফপি
২ / ৬
ভ্যারাইটিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সহ-অভিনেতা পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারের মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন এমা স্টোন। হঠাৎই তাঁর চোখ পড়ে মাথার ওপর উড়ে বেড়ানো একটি মৌমাছি। সঙ্গে সঙ্গে ছবির পোজ ছেড়ে পিছিয়ে যান তিনি, মুখে লাজুক হাসি। এএফপি
৩ / ৬
ভাগ্য ভালো, পাশে থাকা সহকর্মীরাই এগিয়ে আসেন এমার সাহায্যে। বাটলার হালকা করে মৌমাছির দিকে ফুঁ দেন, আর প্যাসকাল সরাসরি হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করেন। এএফপি
৪ / ৬
অ্যারি অ্যাস্টার পরিচালিত ‘এডিংটন’ ছবির গল্প নিউ মেক্সিকোর একটি ছোট শহরকে ঘিরে। এএফপি
৫ / ৬
এদিন কানের লালগালিচায় এমা স্টোন পরেছিলেন ঝকঝকে সাদা পোশাক। অনুষ্ঠানে আরও হাজির ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, জেরেমি স্ট্রং, জুলিয়া গার্নার, লুক গ্রিমস প্রমুখ। এএফপি
আরও পড়ুন
৬ / ৬
প্রিমিয়ারের পর ‘এডিংটন’ ছবিটি আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, পরিবেশক হিসেবে থাকছে এ২৪। এএফপি