‘ড্রাগন বল’ স্রষ্টা আকিরা তোরিয়ামা আর নেই

জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা মারা গেছেন। ‘ড্রাগন বল’ দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান। কোলাজ

জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা মারা গেছেন। গত ১ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণে আকিরার মৃত্যু হয় বলে জানিয়েছে তাঁর স্টুডিও। মৃত্যুকালে আকিরার বয়স হয়েছিল ৬৮ বছর। জনপ্রিয় কমিক ‘ড্রাগন বল’ দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান। খবর এএফপির

আকিরা তোরিয়ামা। এএফপি ফাইল ছবি

শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করে আরিকারা তোরিয়ামার স্টুডিও এক বিবৃতিতে বলেছে, ‘আকিরার অর্জন ধরে রাখতে হবে। তার রেখে যাওয়া শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরতে হবে। আশা করি, আকিরা তার অনন্য সৃষ্টির জগৎ দিয়ে ভবিষ্যতেও ভালোবাসা পাবেন।’

সাতটি জাদুর ড্রাগন বল খোঁজার গল্প নিয়ে লেখা মাঙ্গা ‘ড্রাগন বল’ ১৯৮৪ সালে প্রকাশিত হয়। প্রকাশের পর পরই বিশ্বব্যাপী পরিচিতি পায় কমিকটি। সঙ্গে এর স্রষ্টা আকিরা তোরিয়ামাও পৌঁছে যান খ্যাতির শীর্ষে।

আরও পড়ুন

‘ড্রাগন বল’ মাঙ্গাটি এক দশকের বেশি সময় ধরে জাপানের সাপ্তাহিক শোনেন জাম্প সাময়িকীতে প্রকাশিত হতো। কমেডি, অ্যাডভেঞ্চারের মিশেলে লেখা সিরিজটি চীনের ‘জার্নি টু দ্য ওয়েস্ট’ থেকে অনুপ্রাণিত ছিল। ‘ড্রাগন বল’ বিশ্বজুড়ে ২৬০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে এর প্রকাশ শুয়েইশা।

এই সিরিজের নায়কের নাম সন গোকু। শয়তানি শক্তির সঙ্গে পৃথিবীর লড়াইয়ে সেই এই নীল গ্রহের ভরসা। একের পর এক ড্রাগন বল সংগ্রহ করে ক্রমে শক্তিশালী হয়ে ওঠাই তাঁর লক্ষ্য। গত চার দশকে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে গোকুর খ্যাতি।
বিশ্বজুড়ে ‘ড্রাগন বল’-এর ব্যাপক জনপ্রিয়তার কারণে এ মাঙ্গা অবলম্বনে তৈরি হয়েছে অ্যানিমে সিরিজ, কার্টুন, চলচ্চিত্র ও ভিডিও গেম। ১৯৮৬ সালে ‘ড্রাগন’ বল থেকে প্রথম অ্যানিমে টিভি সিরিজ তৈরি হয়। ১৯৮৬ সালেই মুক্তি পায় প্রথম টিভি সিরিজ।

বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেলেও ‘ড্রাগন বল’ নিয়ে সমালোচনাও ছিল। সহিংসতা ও যৌনতার উপস্থিতির কারণে অনেক দেশেই অ্যানিমে সিরিজটির ‘পরিমার্জিত’ সংস্করণ মুক্তি পেয়েছে।