নিষিদ্ধ সেই সিনেমার পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে মামলা

‘মেনতেগা তারবাং’ সিনেমার দৃশ্য। ছবি : ভিডিও থেকে

ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার নির্মাতা খইরি আনোয়ার ও প্রযোজক তান মেং খেংয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বুধবার কুয়ালালামপুরের একটি আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। খবর এএফপির

ঘটনার সূত্রপাত খইরি আনোয়ার পরিচালিত ও তান মেং খেং প্রযোজিত ‘মেনতেগা তারবাং’ সিনেমা নিয়ে। ছবির গল্প ১৫ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে।

‘মেনতেগা তারবাং’ সিনেমার পোস্টার। ছবি : ভিডিও থেকে

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যুপথযাত্রী মাকে নিয়ে যে ভাবতে থাকে, মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস নিয়ে জানতে চায়। মালয়েশিয়ায় ছবিটি মুক্তির অনুমতি পায়নি। ২০২১ সালে হংকংয়ের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।

আরও পড়ুন

এরপরই ছবিটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া আসতে থাকে। মালয়েশিয়ার বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন সিনেমাটি নিয়ে আপত্তি জানায়। গত বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছবিটি নিষিদ্ধ করে।

এএফপি জানিয়েছে, আদালতে দোষী প্রমাণিত হলে নির্মাতা ও প্রযোজকের এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে গতকাল বুধবার শুনানির পর আদালত দুজনকে জামিন দিয়েছেন।

অভিযুক্তদের আইনজীবী এন সুরেনন্দ্রন মামলার ঘটনাকে নির্মাতাদের জন্য ‘কালোদিন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, অভিযুক্ত দুজনই বিশ্বাস করেন যে তাঁদের ওপর আনা এই অভিযোগ ‘অযৌক্তিক ও অসাংবিধানিক’; কারণ, এটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।

‘মেনতেগা তারবাং’ সিনেমার দৃশ্য। ছবি : ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), মালয়েশিয়ার প্রতি মামলাটি বাতিল করতে আহ্বান জানিয়েছে।