৫০ পূর্ণ হলো ব্রুস লির ছবিটির

‘দ্য বিগ বস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ফিস্ট অব ফিউরি’। দ্রুতই সারা দুনিয়ায় ব্যাপক খ্যাতি পায় ছবিটি। পপ কালচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা কালজয়ী সিনেমাটি মুক্তির ৫০ বছর আজ। ছবিটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবিতে দেখে নেওয়া যাক ছবিটি সম্পর্কে নানা তথ্য —

১ / ৮
ছবিটিতে নিজের অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি নিজেই করেছিলেন ব্রুস লি
ছবি : সংগৃহীত
২ / ৮
ছবিতে ছিলেন জ্যাকি চানও। তবে অভিনয়শিল্পী হিসেবে নয়, জাপানি খলনায়কের স্ট্যান্টম্যান ভূমিকায়
ছবি : সংগৃহীত
৩ / ৮
জ্যাকি চানের মতে শুটিংয়ের সময় পরিচালক লো উইয়ের সঙ্গে ব্রুস লির সম্পর্ক মোটেও ভালো ছিল না। এতটাই খারাপ সম্পর্ক ছিল যে কয়েকবার হাতাহাতির পর্যায়েও চলে যায়। পরিচালকের স্ত্রী লিকে শান্ত করেন
ছবি : সংগৃহীত
৪ / ৮
ছবিটিতে জাতিবৈষম্য দেখানো ও ব্যক্তিগত মতবিরোধের জেরে পরিচালকের সঙ্গে আর কাজ করেননি লি
ছবি : সংগৃহীত
৫ / ৮
ছবির বাজেটের বড় অংশ খরচ হয় গল্পের প্রয়োজনে দুই জাপানি ভবন ও বাগান চত্বর নির্মাণের কাজে
ছবি : সংগৃহীত
৬ / ৮
ছবিটির শুটিং শেষ হতে সময় লেগে যায় ছয় সপ্তাহ
ছবি : সংগৃহীত
৭ / ৮
নির্মাণের কয়েক দশক পরও বিশ্বব্যাপী এই সিনেমার জনপ্রিয়তা কমেনি। ২০০৯ সালে যুক্তরাজ্যের চ্যানেল ফাইভে ছয় লাখ দর্শক ছবিটি দেখেছেন। এটি ছিল সে বছরের সবচেয়ে বেশি দেখা বিদেশি সিনেমা
ছবি : সংগৃহীত
৮ / ৮
১৯৭২ সালে ছবিটি মুক্তির পর দশকের পর দশক ধরে প্রেরণা জুগিয়েছে সারা পৃথিবীর নির্মাতাদের। ১৯৭৬ সালে নির্মিত হয় সিকুয়েল ‘নিউ ফিস্ট অব ফিউরি’, ১৯৭৭ সালে হয় ‘ফিস্ট অব ফিউরি ২’, ১৯৯৪ সালে হয় ‘ফিস্ট অব লিজেন্ড’, ‘২০০৬ সালে হয় ‘ফিয়ারলেস’সহ অনেক সিনেমা। ‘ফিস্ট অব ফিউরি’র প্রেরণায় নির্মিত হয়েছে অনেক টিভি সিরিজও
ছবি : সংগৃহীত
আরও পড়ুন