ভেনিসে তারার মেলা, রইল ১০টি ছবি

চলছে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গতকাল বৃহস্পতিবার উৎসবে হাজির হয়েছেন বড় তারকারা, হয়েছে আলোচিত সিনেমার প্রিমিয়ার। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

১ / ১০
ভেনিসে গতকাল স্ত্রী আমাল ক্লুনিকে নিয়ে লালগালিচায় হাজির হন জর্জ ক্লুনি। তাঁরা এসেছেন ‘জে কেলি’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্লুনি। এএফপি
২ / ১০
লালগালিচায় এদিন সব আলো কেড়ে নেন এমা স্টোন। তিনি এসেছেন তাঁর অভিনীত নতুন সিনেমা ‘বুগোনিয়া’র প্রিমিয়ার উপলক্ষে। এএফপি
৩ / ১০
লালগালিচায় মার্কিন অভিনেত্রী রাইলি কিও। এএফপি
৪ / ১০
‘জে কেলি’র প্রিমিয়ারের আগে লালগালিচায় অভিনেত্রী নওমি ওয়াটস। এএফপি
৫ / ১০
‘লা গ্রাজা’র প্রিমিয়ার উপলক্ষে উৎসবে এসেছেন কেট ব্লাঞ্চেট। এএফপি
আরও পড়ুন
৬ / ১০
ভেনিস উৎসবে এমা স্টোন। এএফপি
৭ / ১০
এমা অভিনীত সিনেমা ‘বুগোনিয়া’ এবার স্বর্ণসিংহর অন্যতম দাবিদার। ছবিতে এমার সঙ্গে ছবির নির্মাতা ইয়োগোস লাথিমোস, অভিনেতা এইোন ডেলবিস ও জেসি প্লেমনস। এএফপি
৮ / ১০
একসঙ্গে এভাবেই ক্যামেরাও ধরা পড়েন এ সময়ের আলোচিত নির্মাতা গ্রেটা গারউইগ ও নোয়া বামব্যাচ। এএফপি
৯ / ১০
কালো পোশাকে লালগালিচায় ছবির জন্য পোজ দেন মার্কিন অভিনেত্রী শাইলেন উডলি। এএফপি
১০ / ১০
অন্তরঙ্গ মুহূর্তে আমাল ও জর্জ ক্লুনি। এএফপি