বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি কোন সিনেমা দেখছেন দর্শক

সংখ্যা জানা না গেলেও বাংলাদেশ থেকে প্রচুর দর্শক নিয়মিত নেটফ্লিক্সের সিনেমা-সিরিজ দেখছেন। দর্শক এই আগ্রহ থেকে নিয়মিত নেটফ্লিক্স বাংলাদেশের দর্শকেরা কোন কাজগুলো বেশি দেখছেন, তার একটি তালিকা তৈরি করে। গতকাল ২০ জানুয়ারি পর্যন্ত গত সপ্তাহে বাংলাদেশ থেকে কোন সিনেমাগুলো বেশি দেখেছেন দর্শক একনজরে দেখে নিতে পারেন।
১ / ৬
‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ ২০২১ সালের সিনেমা হলেও এটি এখনো বাংলাদেশ থেকে অনেক দর্শক দেখছেন। বাফটায় মনোনয়ন পাওয়া সিনেমাটির আইএমডিবি রেটিং ৫.৭। ছবি: আইএমডিবি
২ / ৬
বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে দেখা তালিকায় ৪ নম্বরে রয়েছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমা। এই সিনেমা ২০২২ সালে মুক্তি পায়। সিনেমার আইএমডিবি রেটিং ৭.৮।
ছবি: আইএমডিবি
৩ / ৬
হলিউড সিনেমা ‘ফ্যানটাস্টিক বিস্টস: দ্য সিক্রেট অব ডাম্বলডোর’ হ্যারি পটার সিরিজের এই সিনেমা এখনো বাংলাদেশ থেকে দেখছেন দর্শক। সিনেমাটি এক বছর আগে মুক্তি পায়। সিনেমার আইএমডিবি রেটিং ৬.২।
ছবি: আইএমডিবি
৪ / ৬
আইএমডিবি রেটিং ৫.৫ হলেও অ্যাকশন সিনেমা ‘লিফট’ বাংলাদেশ থেকে দেখায় তালিকায় ২ নম্বরে রয়েছে। ৫০০ মিলিয়ন ডলার চুরির গল্পটি দর্শকদের বিনোদন দেবে।
ছবি: আইএমডিবি
৫ / ৬
পারিবারিক ড্রামা ও রোমান্টিক ঘরানার সিনেমার ‘হাই নান্না’ ডিসেম্বরে মুক্তি পায়। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৩। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় ৪ জানুয়ারি। সিনেমাটি বাংলাদেশ থেকে দর্শকেরা সবচেয়ে বেশি দেখছেন। ছবি: আইএমডিবি
৬ / ৬
এ ছাড়া বাংলাদেশ থেকে দেখা সিনেমার তালিকায় ৮ নম্বরে রয়েছে শাহরুখের ‘জওয়ান’, ৬ নম্বরে ‘সোসাইটি অব দ্য স্নো’, ৭ নম্বরে ‘খো গেয়ে হাম কাহান’, ৯ নম্বরে রয়েছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অব জাস্টিস’ ও ১০ নম্বর তালিকায় রয়েছে ‘ফাইনাল ডেস্টিনেশন-৫ ’।
ছবি: টুইটার