অন্য মায়ের গল্প

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে পেনেলোপের সিনেমা ‘লিমেনসিতা’
ছবি : এএফপি

পর্দায় মায়ের চরিত্রে অভিনয় তাঁর জন্য নতুন কিছু নয়। প্রখ্যাত স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোবারের সঙ্গে সাতটি সিনেমা করেছেন পেনেলোপে ক্রুজ। যার মধ্যে পাঁচটিতেই করেছেন মায়ের চরিত্রে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে অটোগ্রাফ শিকারীদের কবলে পেনোলোপে
ছবি : এএফপি

এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে তাঁর সিনেমা ‘লিমেনসিতা’। যেখানে তিনি দুই সন্তানের মা। তবে আগে করা মায়ের চরিত্রের চেয়ে এটি অনেকটাই আলাদা। ছবিতে নানা ইস্যু তুলে ধরেছেন পরিচালক ইমানুয়েলে ক্রিয়ালেসে। যার মধ্যে এক নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন।

ভেনিসের লাল গালিচায় ‘লিমেনসিতা’ টিম
ছবি : এএফপি

৪ সেপ্টেম্বর ভেনিস উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। তিনি বলেন, ‘ছবিতে নির্যাতিত এক নারীর চরিত্রে অভিনয় করেছি। যে চরিত্রের সঙ্গে অনেক নারীই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। বিশ্বজুড়েই নারীরা একধরনের পারিবারিক ফাঁদের মধ্যে বাস করেন। তাঁদের বিরুদ্ধে যা কিছুই ঘটুক, সন্তানের সামনে সব মেনে নেন। নির্যাতনকারী স্বামীর কারণে দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে যুদ্ধ করেন আর ভাবেন, পৃথিবীতে তাঁর পালানোর কোনো জায়গা নেই।’

‘লিমেনসিতা’য় পেনোলোপে
ছবি : সংগৃহীত

১৯৭০ দশকের ইতালির প্রেক্ষাপটে নির্মিত ছবিতে আরও একটি দিক আছে। সেটা হলো ছবিতে পেনেলোপের ১২ বছর বয়সী কন্যাশিশু আদ্রিয়ানা নিজের নাম ও লিঙ্গপরিচয় প্রত্যাখ্যান করে পুরুষ হতে চায়। এ নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। যা আসলে পরিচালক ক্রিয়ালেসের নিজেরই গল্প।

পরিচালক ইমানুয়েলে ক্রিয়ালেসের সঙ্গে অভিনেত্রী
ছবি : এএফপি

এবারের ভেনিস উৎসবেই পরিচালক প্রথমবার জানান, তিনি নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন। সব মিলিয়ে বলা যায়, ‘লিমেনসিতা’ তাঁর আত্মজৈবনিক সিনেমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এই যাত্রা (নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়া) আজকালকার ছেলেমেয়েদের গল্পের চেয়ে একেবারেই আলাদা। আমাকে বাঁচা অথবা মরার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হতো।’

গতকাল ভেনিস চলচ্চিত্র উৎসবে পেনোলোপে
ছবি : এএফপি

পেনেলোপের জানান, এমন একটি জটিল চরিত্রে সুযোগ পেয়ে অভিনেত্রী হিসেবে খুবই আনন্দিত তিনি। ‘লিমেনসিতা’ ছাড়াও ভেনিসের পেনেলোপের আরও একটি ছবি দেখানো হচ্ছে ‘অন দ্য ফ্রিঞ্জ’। এটি অবশ্য প্রদর্শিত হচ্ছে প্রতিযোগিতা বিভাগের বাইরে।

আরও পড়ুন