নিষেধাজ্ঞা দেওয়া সেই ছবি দিয়েই পাকিস্তানের রেকর্ড

‘জয়ল্যান্ড’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিল পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। বলা যায় অস্কারের ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে সিনেমাটি। ‘জয়ল্যান্ড’ ৯৫তম অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় চূড়ান্ত পুরস্কারের জন্য লড়বে। আজ বৃহস্পতিবার সকালে সংক্ষিপ্ত মনোনয়নের এই তালিকা প্রকাশ করেছে অস্কার একাডেমি।

‘জয়ল্যান্ড’ ছবিটি পরিচালনা করেছেন সায়িম সাদিক। এটি পরিচালকের প্রথম ছবি। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা। কারণ, এরপর এক হিজড়া নারীর প্রতি ভালোবাসা জন্মায় তার। বিষয়টা পাকিস্তানে ভীষণ সংবেদনশীল। এটি নিয়ে সে দেশের একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছিল।

‘জয়ল্যান্ড’ সিনেমার একটি দৃশ্যে
ছবি: সংগৃহীত

১৭ আগস্ট সেন্সর বোর্ড থেকে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছিল। তারপরই সিনেমাটির বিষয়বস্তুকে আপত্তিকর জানিয়ে গত নভেম্বরে সিনেমাটিকে পাকিস্তানে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সিনেমাটি অস্কারে জমা দেওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। দুই দিন পরই অবশ্য এই ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। একই সঙ্গে দেশটিতে মুক্তির অনুমতি দেওয়া হয়। নিষেধাজ্ঞা দেওয়া সেই ছবি দিয়েই রেকর্ড গড়ল পাকিস্তান। অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকাটাও সম্মানজনক।

‘জয়ল্যান্ড’ সিনেমা দৃশ্যে
ছবি: আইএমডিবি

এ বছর অস্কারের জমা পড়ে ৯২টি সিনেমা। এ সিনেমার মধ্যে বিচারকদের ভোটের মাধ্যমে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ১৫টি দেশের সিনেমা। এর মধ্যে ৫টি সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগিতার মনোনয়ন পাবে। মনোনয়ন পাওয়া ৫টি সিনেমার তালিকা জানা যাবে আগামী ২৫ জানুয়ারি। এ বছর অস্কার আসর বসবে আগামী ১৩ মার্চ। সেদিনই জানা যাবে চূড়ান্ত বিজয়ীদের নাম।

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েই দুটি পুরস্কার জিতে নিয়েছে পাকিস্তানের এই ছবি।
ছবি: রয়টার্স

‘জয়ল্যান্ড’–এর বিজয়যাত্রা শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব থেকে। সিনেমাটি পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটি একই সঙ্গে কুইয়ার পাম ও আঁ সার্তে রিগা বিভাগ থেকে জুরি পুরস্কার জিতেছিল। ছবিটিতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ। ছবিটি সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ সাড়া ফেলেছে। ২০ ডিসেম্বর নন্দনে এ পাকিস্তানি ছবিটি দেখানো হয়। সেদিন নন্দনে দর্শকেরা ছবিটি দেখার জন্য কয়েক ঘণ্টা লাইন দেয়। ভিড় নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় পুলিশ। দর্শকদের আসন ভরে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথ।

আরও পড়ুন