গায়ক বলছেন ‘প্রেম’, নায়িকা বলছেন ‘না’

রকি ও বো–ইউনছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী পার্ক বো–ইউনের সঙ্গে গায়ক, অভিনেতা রকির প্রেমের গুঞ্জন নিয়ে ভালোই নাটকীয়তা শুরু হয়েছে। গুঞ্জনের মধ্যে দুজনের পরস্পরবিরোধী বিবৃতিতে ধন্দে পড়ে গেছেন ভক্তরা। রকির এক গানের অনুষ্ঠানে যাওয়া বো–ইউনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সঙ্গে দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে থাকে।

গুঞ্জনের লাগাম টেনে ধরে অভিনেত্রী বো–ইউনের এজেন্সি ‘কো’ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। বো–ইউনের বিবৃতির কয়েক ঘণ্টার ব্যবধানে রকির এজেন্সির বিবৃতিতে দুজনের প্রেমের সম্পর্কের গুঞ্জনটি কার্যত স্বীকার করে নেওয়া হয়। বিষয়টি এখন দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার খোরাক জুগিয়েছে। রকির এজেন্সি জানিয়েছে, এক সঙ্গে বেশ কিছু সময় কাটানোর পর তাদেরে একে অপরের প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি হয়েছে।

২০২১ সালে ‘ফাইন্ড মি ইফ ইউ ক্যান’ সিরিজের দৃশ্যধারণের সময় তাদের পরিচিতি ঘটে বলে জানিয়েছে রকির এজেন্সি
ছবি: সংগৃহীত

২০২১ সালে ‘ফাইন্ড মি ইফ ইউ ক্যান’  সিরিজের দৃশ্যধারণের সময় তাদের পরিচিতি ঘটে বলে জানিয়েছে রকির এজেন্সি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রকি ও বো–ইউন।
অভিনয়ের বাইরে গায়ক হিসেবেও বেশ পরিচিত রকি, অ্যাসট্রো ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন রকি। রকির জন্য বো–ইউন একটি গানও লিখেছেন বলে জানিয়েছে কোরিয়ান গণমাধ্যমগুলো।

২০১৬ সাল থেকে আসট্রো ব্যান্ডের সঙ্গে যাত্রা শুরু করেন রকি। ‘ওয়ান ফাইন্ড উইক’, ‘ট্রু এন্ডিং’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বো–ইউন।