জাফর পানাহিসহ ইরানের তিন নির্মাতা গ্রেপ্তার

বার্লিনজয়ী ইরানি জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রসুলফের পর এবার গ্রেপ্তার হয়েছেন আরেক পরিচালক জাফর পানাহি।
ছবি: সংগৃহীত

বার্লিনজয়ী ইরানি জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রসুলফের পর এবার গ্রেপ্তার হয়েছেন আরেক পরিচালক জাফর পানাহি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানের তিনজন চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হলেন। এর আগে হয়েছিলেন আরেক পরিচালক মোস্তফা আল আহমেদ। এই তথ্য নিশ্চিত করেছেন ভ্যারাইটি ও ইরানের মেহের নিউজ।

ফ্রান্স২৪ডট কম মেহের রিপোর্টের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানিয়েছে, গতকাল সোমবার গ্রেপ্তার হয়েছেন জাফর পানাহি। সেই দিনই তিনি প্রসিকিউটরের অফিস যাচ্ছিলেন নির্মাতা রসুলফের খোঁজখবর নিতে। তাঁর মুক্তি নিয়ে আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে কথা বলতে। এই সময়েই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’ এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৭ সালে মুক্তি পাওয়া ও পুরস্কৃত ‘অ্যা ম্যান অব ইন্ট্রিগ্রিটি’ সিনেমার জন্য রসুলফকে গ্রেপ্তার করা হয়েছে। সিনেমাটিতে ইরানের দুর্নীতি ও অবিচারের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।

পরিচালক জাফর পানাহি
ছবি: সংগৃহীত

একই সঙ্গে স্ট্রেট নিউজ এজেন্সি আইআরএনএ রিপোর্টে বলা হয়েছে, নির্মাতা রসুলফ বার্লিনের গোল্ডেন বার্লিন বিয়ার, কান উৎসবের স্পেশাল মেনশন, ফিপরেস্কি, ও আঁ সার্তে রিগা বিভাগসহ তিনটি পুরস্কার জয় করেছেন। এ ছাড়া দেশ বিদেশের একাধিক পুরস্কার প্রাপ্তি নির্মাতা তিনি। গত শুক্রবারে তিনি আরেক সহকর্মী নির্মাতা মোস্তফা আলেহমেদ সঙ্গে গ্রেপ্তার হন। তাঁদের তেহরানের জেলে আটকে রাখা হয়েছে। তাঁরা উভয়েই ইরানের চলমান আন্দোলনে সাধারণ মানুষের সঙ্গে সায় দিয়েছিলেন। দেশটির সরকার মনে করে পুলিশের সঙ্গে চলমান আন্দোলনে তাঁরা ঘি ঢেলেছেন, যা অন্যায়।

পরিচালক মোহাম্মদ রসুলফ
ছবি: সংগৃহীত

তাঁদের গ্রেপ্তার নিয়ে ভ্যারিইটি গণমাধ্যমে বলা হয়েছে, ‘গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আবাদন শহরে একটি ভবন ধসে পরে। সেই ঘটনায় মারা যান ৪১ জন। সেই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই ঘটনায় সাধারণ মানুষ সরকারের উদ্দেশ্যে ‘পুট ইয়োর গান ডাউন’ হ্যাশ ট্যাগ ব্যবহার করেন সামাজিক যোগাযোগমাধ্যমের সোচ্চার হয়। সরকার মনে করে, এর মাধ্যমে পুলিশের বিপক্ষে দাঁড়ায় সাধারণ মানুষ। অবৈধ এই আন্দোলনে সায় দেন রসুলফ ও মোস্তফা আল আহমেদ। পুলিশের বিরুদ্ধে উসকানি দেওয়া অভিযোগে গত শুক্রবারের আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।

টেক্সি সিনেমা জাফর পানাহি এনে দেয় গোল্ডেন বার্লিন বিয়ার
ছবি: সংগৃহীত

ইরানি সিনেমা অঙ্গনে তারকা পরিচালক জাফর পানাহি। তিনি বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত নাম। তিনি ‘দ্য হোয়াইট বেলুন’, ‘অফসাইড’, ‘দ্য মিরর’, ‘দ্য সারকেল’সহ একাধিক সিনেমা বানিয়ে প্রশংসা ও পুরস্কার পান। ২০১৫ সালে ‘টেক্সি’ সিনেমা বানিয়ে বার্লিন উৎসবে সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বার্লিন বিয়ার জয় করেন। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যরে জন্য পুরস্কার পান। বিভিন্ন সময়ে ইরান সরকারের বিভিন্ন নিয়ম নিয়ে কথা বলার কারণে গ্রেপ্তার ও দেশে গৃহবন্দী থেকেছেন পানাহি। এদিকে দেশের বিভিন্ন প্রাসঙ্গিক ঘটনা তুলে ধরার জন্য অনেকে আগে থেকেই সরকারের নজরদারিতে ছিলেন রসুলফ। তাঁর বয়স ৫০ বছর। তিনি ‘দ্য টুয়াইলাইট’, ‘গুডবাই’, ‘দেয়ার ইজ নো এভিল’সহ ৯টি সিনেমা ও তথ্যচিত্র বানিয়েছেন।

সিনেমাটির জন্য রসুলফ গোল্ডেন বার্লিন বিয়ার জয় করেন
ছবি: সংগৃহীত