পর্দা উঠল কানের, উৎসবে আমেজে তিশারা
বিশ্বের মর্যাদাপূর্ণ ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়। উদ্বোধনী সিনেমা কাট প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হলো এবারের আয়োজন। দীর্ঘ দুই বছর পর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে কান। করোনাকে গুরুত্ব না দিয়ে লালগালিচা আর আড়ম্বরপূর্ণ আয়োজনে সিনেমা পরিচালক, তারকা, প্রযোজকদের উপস্থিতি সেই কথাই জানিয়ে দিল। এবারের এই উৎসব ঘিরে আমেজে রয়েছেন আরিফিন শুভ ও তিশারা। প্রথমবারের মতো কানে অংশ নিচ্ছেন তাঁরা। এই আয়োজনে ১৯ মে তাঁদের অভিনীত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রকাশিত হবে। এ ছাড়া অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ এবং ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রকাশিত হবে কান উৎসবে।
কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখা। এই শাখায় প্রকাশিত হবে মুজিব-এর ট্রেলারটি। জানা যায়, ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে এই প্রকাশনার আয়োজন করা হয়েছে।
ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ট্রেলার প্রকাশে অংশ নেওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘কানের মঞ্চে প্রথম দাঁড়ানো, সেটা যে মুজিব সিনেমাটির ট্রেলার নিয়ে, এটা আমার কাছে স্বপ্ন ছোঁয়ার মতো। এই অনুভূতি বলার ভাষা নেই। এই আনন্দ ও গৌরব আমার একার নয়। আমার সব দর্শকের, বাংলাদেশি মানুষের।’ সম্প্রতি তিনি কানে পৌঁছেছেন।
এদিকে গতকাল রাতে কানের উদ্দেশে উড়োজাহাজে ওঠার কথা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে ইলহাম। তাঁদের সঙ্গে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। তিশা বলেন, ‘সিনেমার জন্য বিশ্বের বড় একটা প্ল্যাটফর্ম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আমাদের মুজিব: দ্য মেকিং অব আ নেশন সিনেমার ট্রেলার প্রকাশ করা হবে, এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। এত বড় প্ল্যাটফর্মে ট্রেলার রিলিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা সিনেমাটি নিয়ে সামনে আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে যাব, সে বিষয়েই আশাবাদী।’ তিনি মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে একটি ভিডিও বার্তা দিয়ে ট্রেলার প্রদর্শন করার জন্য কানে পৌঁছানোর কথা জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত ও নায়িকা বর্ষা দম্পত্তি।
এবারের উৎসবে পামদ’রের জন্য লড়বে ২১টি সিনেমা। আঁ সার্তেঁ রিগায় দেখানো হবে ২০টি সিনেমা। এ ছাড়া আউট অব কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্ল্যাসিকস, ডিরেক্টরস ফোর্টনাইটসহ ১০টি শাখায় ৯১টি সিনেমা দেখানো হবে। ১৭ মে থেকে শুরু হয়ে ২৮ মে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা করা হবে উৎসবের।