বার্লিন চলচ্চিত্র উৎসব: সেরা ছবি কাতালান ভাষার

কাতালান পরিচালক কারলা সিমনের ছবি ‘আলকারাশ’ বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার পেয়ে সেরা ছবি হয়েছে
এএফপি

কাতালান পরিচালক কারলা সিমনের ছবি ‘আলকারাশ’ বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার পেয়ে সেরা ছবি হয়েছে। কাতালান এক কৃষক পরিবারকে নিয়ে ছবির গল্প। গতকাল রাতে বার্লিন চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এটি কাতালান ভাষার প্রথম কোনো ছবি, যা বার্লিনের সেরা পুরস্কার ঘরে তুলল।
সিমন তাঁর প্রথম ছবি ‘সামার ১৯৯৩’ নিয়ে এসেছিলেন বার্লিনেই। ২০১৭ সালে ছবিটি ‘বেস্ট ফার্স্ট ফিল্ম’ পুরস্কার পেয়েছিল। ছবির গল্প একজন কৃষককে নিয়ে। যাঁর পূর্বপুরুষেরা প্রজন্মের পর প্রজন্ম কৃষিকাজ করে এসেছে। কিন্তু নগরায়নের জন্য তাদের জমি থেকে উচ্ছেদ করা হবে।

সিলভার বিয়ার ফর বেস্ট লিডিং পারফরম্যান্স পুরস্কার হাতে মেলটেম কাপটান
এএফপি

‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’ পেয়েছে কোরিয়ান পরিচালক হং সাং সুর ছবি ‘দ্য নোভলিস্টস ফিল্ম’। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনি ‘সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্টর’ পুরস্কার পেয়েছেন ‘বোথ সাইডস অব দ্য ব্লেড’ সিনেমা দিয়ে।
গত বুধবার রাতে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মার্কিন সাময়িকী দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হয় ১০ ফেব্রুয়ারি, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের কারণে সাত দিন আগে গতকালই পুরস্কার দিয়ে দেওয়া হয়। বাকি সাত দিন দর্শকের জন্য কেবল এ বছরের ছবিগুলো দেখানো হবে।

বার্লিন চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পুরো তালিকা:
গোল্ডেন বিয়ার ফর বেস্ট ফিল্ম
আলকারাশ, পরিচালক কারলা সিমন
সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ
দ্য নোভলিস্টস ফিল্ম, পরিচালক হং সাং সু
সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্টর
ক্লায়ার ডেনি, ছবি: বোথ সাইডস অব দ্য ব্লেড
সিলভার বিয়ার জুরি প্রাইজ
রোব অব জেমস, পরিচালক নাতালিয়া লোপেজ
সিলভার বিয়ার ফর বেস্ট লিডিং পারফরম্যান্স
মেলটেম কাপটান, ছবি: রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ
সিলভার বিয়ার ফর বেস্ট সাপোর্টিং পারফরম্যান্স
লাওরা বাসুকি, ছবি: বিফোর নাউ অ্যান্ড দেন
সিলবার বিয়ার ফর বেস্ট স্ক্রিনপ্লে
লায়লা স্টিলা, ছবি: রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ
সিলভার বিয়ার ফর আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন
রিথি পান, ছবি: এভরিথিং উইল বি ওকে
গোল্ডেন বিয়ার ফর বেস্ট শর্টফিল্ম
ট্র্যাপ, পরিচালক আনাস্তাসিয়া ভেবার

কাতালান এক কৃষক পরিবারকে নিয়ে ‘আলকারাশ’ ছবির গল্প
এএফপি

স্পেশাল মেনশন
আ পিস অব স্কাই, পরিচালক মিখায়েল কহ
বেস্ট ফার্স্ট ফিল্ম অ্যাওয়ার্ড
কুর্ডুউইন আইয়ুব, সোনে
বেস্ট ডকুমেন্টারি
দ্য মায়নমার ডায়রিজ, পরিচালনা দ্য মায়ানমার কালেকটিভ

এনকাউন্টারস
বেস্ট ফিল্ম
মুতসেনবাহা, পরিচালক গুথ বেকারমান
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড
সি ইউ ফ্রাইডে রবিনসন, পরিচালক মিত্রা ফারাহানি
বেস্ট ডিরেক্টর
সিরিল শাবলিন, ছবি: আনরেস্ট


উৎসবে সম্মাননা জানানো হয় ইসাবেল হুপার্টকে।