৯ হাজারতম থেকে আইএমডিবির শীর্ষে জায়গা নেওয়া কে এই অভিনেত্রী

যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, নেট দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। বছরের প্রায়সময়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এ তালিকায় এবার ৯ হাজার ৪৯৮তম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেত্রী নিয়াম ম্যাককরম্যাক।
১ / ৫
২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘হাউস অব গিনেস’। এই সিরিজে অভিনয় করে হঠাৎই আলোচিত হয়েছেন অভিনেত্রী নিয়াম ম্যাককরম্যাক। সিরিজটির রেটিং ৭.৪।
ছবি: আইএমডিবি থেকে
২ / ৫
‘হাউস অব গিনেস’ সিরিজে আয়ারল্যান্ডের ইতিহাস ও সমাজবাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। এই সিরিজ দিয়ে আলোচনায় রয়েছেন আরেক অভিনেত্রী এমিলি ফেয়ার্ন। সিরিজটি দিয়ে প্রথমবার তিনি এমন আলোচনায় এলেন।
ছবি: আইএমডিবি থেকে
৩ / ৫
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমা দিয়ে যিনি আলোচনায় এসেছেন, তিনি কোনো অভিনেতা নন। সিনেমাটির পরিচালক পল টমাস অ্যান্ডারসন। তিনি আইএমডিবির শীর্ষ তারকার তালিকায় তিন নম্বরে রয়েছেন।
ছবি: আইএমডিবি থেকে
৪ / ৫
মিনি টিভি সিরিজ ‘ওয়েওয়ার্ড’–এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন মি মার্টিন। সিরিজটির আইএমডিবি রেটিং ৫.৯। শীর্ষ এই তালিকায় ৪ নম্বরে উঠে এলেও আগে তাঁর অবস্থান ছিল তিন হাজারতম।
ছবি: আইএমডিবি থেকে
আরও পড়ুন
৫ / ৫
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ দিয়ে দুই বছর পর ফিরেছেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর অভিনীত সিনেমাটি ইতিমধ্যে সেরা এক শ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৫।
ছবি: আইএমডিবি থেকে