গতকাল বুধবার সিনেমা হলে ৫০ দিন পার করে ফেলল শাহরুখ খানের ‘পাঠান’। কিং খানের এই সুপারডুপার হিট ছবিটি দেখেননি, এমন মানুষের সংখ্যা নেহাতই কম। তবে এবার তাঁরা ঘরে বসে দেখতে পাবেন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি। শিগগিরই ছবিটি ওটিটিতে আসতে চলেছে।
গত ২৫ জানুয়ারি সারা দুনিয়াজুড়ে ‘পাঠান’ ছবিটি মুক্তি পেয়েছিল। ‘পাঠান’–ঝড়ে উড়ে গেছে এক ঝাঁক হিন্দি, দক্ষিণি, এমনকি হলিউডের ছবি। ছবিটি সবচেয়ে আয়কারী হিন্দি ছবির তালিকার ১ নম্বরে উঠে এসেছে। এখন পর্যন্ত ‘পাঠান’-এর হিন্দি ভার্সন সারা দেশজুড়ে ৫২১ দশমিক ২০ কোটি ব্যবসা করেছে। বিদেশের মাটি থেকে ৩৯১ কোটি আয় করেছে।
মুক্তির ৫০ দিন পার হওয়ার পরও ছবিটি ভারতের ৮০০ সিনেমা হলে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি, ওমান, কাতার, বাহরাইন, মিশর, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ইউকে, ফিজি, আইল্যান্ডস, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়াসহ আরও বিভিন্ন দেশের ১৩৫টি সিনেমা হলে ছবিটি এখনো চলছে। এখন অবশ্য এই ঝড়ের দাপট কমছে। তাই নির্মাতা এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিকে ওটিটিতে নিয়ে আসছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ছবিটি। মুক্তির ৫৬ দিনের মাথায় দেখা যাবে এটি।
‘পাঠান’ ছবিটি মুক্তির আগে থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল। এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি ঘিরে সমালোচনার ঝড় বয়ে গেছে। তবে ‘পাঠান’ মুক্তির পর এর সাফল্যের জোয়ারে সব বিতর্ক ধামাচাপা পড়ে গেছে। ‘বয়কট গ্যাং’ ছবিটিকে ফ্লপ করতে কোমর বেঁধে নেমে পড়েছিল। পরে এই বয়কট গ্যাং-ই ‘ঝুমে জো পাঠান’ এর তালে পা মিলিয়েছে।