মনোনয়ন পেয়ে অবাক, সঙ্গে ভীষণ ভালো লাগা কাজ করছে’

প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। জুরিবোর্ড নির্বাচন করেছেন এ তালিকা। এবার ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি।

সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার
আহমেদ তাওকীর (‘বুক পকেটে জীবন’)
সিনেমার জন্য যেমন জাতীয় পুরস্কার রয়েছে, তেমনি নাটকের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারকে অনেকেই জাতীয় পুরস্কার মনে করেন। এমন একটি প্ল্যাটফর্মে বুক পকেটে জীবন-এর জন্য সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন পাওয়াটাকেই আমি পুরস্কার পাওয়ার মতোই দেখছি। এত গুরুত্বপূর্ণ মনোনয়ন পেয়ে কাজের গুণগত মান, দায়বদ্ধতা অনেক বেড়ে গেল। এটা সামনের দিনে ভালো কাজ করার প্রেরণা হিসেবে কাজ করবে সব সময়।

আরও পড়ুন

মেজবাহ উদ্দিন সুমন (‘প্রিয় পরিবার’)
মনোনয়নের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। খুবই ভালো লাগছে। মেরিল, প্রথম আলো ও জুরিবোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। একই সঙ্গে কৃতজ্ঞতা থাকল পরিচালক রুবেল হাসান ও প্রিয় পরিবারের কলাকুশলীদের প্রতি। যেকোনো প্রাপ্তিই আরও বেশি ভালো কাজের দায়িত্ব বাড়িয়ে দেয়, আরও বেশি অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতে আরও চেষ্টা থাকবে ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার। দর্শক আছে বলেই আমরা আছি।

মৌমিতা হুসেইন (‘সময় সব জানে’)
প্রথম নাটকেই মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি খুবই আনন্দিত। এই মনোনয়নের পাশাপাশি আমার একটি চাওয়া বলতে চাই, তা হলো আর্থিক দিক ও সম্মান যদি ঠিকভাবে চিত্রনাট্যকার পান, তাহলে অনেকেই এটাকে পেশা হিসেবে নেবেন এবং এই দেশকে আমরা আরও সুন্দর কিছু গল্প উপহার দিতে পারব। ধন্যবাদ।

সেরা পরিচালক
অনন্য ইমন (‘বুক পকেটে জীবন’)
আমি সব সময়ই জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। কিন্তু এ ধরনের গল্প নিয়ে কাজ করার ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে। কারণ, গল্পটি নিখুঁতভাবে নির্মাণ করতে না পারলে সেটি দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয় না। মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ এ ধরনের কাজকে সমাদৃত করে আমাকে সেরা পরিচালকের মনোনয়ন দেওয়ায়। এ মনোনয়ন আমাকে ভবিষ্যতে চ্যালেঞ্জিং গল্পগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আরও বেশি সাহসী ও উৎসাহিত করবে।

আতিক জামান (‘জাহান’)
কোনো ধরনের পুরস্কারপ্রাপ্তি মাথায় রেখে কিছু নির্মাণ করিনি কখনো। জাহান নির্মাণও ব্যতিক্রম নয়। তবে চরকিতে মুক্তির পর, দর্শকদের আন্তরিক প্রশংসা, মেরিল-প্রথম আলো পুরস্কারে সম্মানিত বিচারকদের নজরে আসা এবং সেরা পরিচালক হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি শুধু অবাকই হয়নি, সঙ্গে ভীষণ ভালো লাগা কাজ করছে, তা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত সমালোচকদের এবং মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনকে অসংখ্য ধন্যবাদ।

সাকিব ফাহাদ (‘সময় সব জানে’)
সময় সব জানে ফিকশনটি আমরা পুরো টিম সম্মিলিতভাবে গুছিয়ে করেছি। সবার পরিশ্রম ও একাগ্রতার কারণেই দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছেও কাজটি সমাদৃত হয়েছে। এই নমিনেশনের পুরো কৃতিত্ব আমার টিমের। সবাই দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো কাজ করতে পারি।