‘আমি চাঁদেরই আলো সেজে চোর হয়ে তোমার ঘরে আসি...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
পরিচালক আশফাক নিপুন ও গায়িকা এলিটা করিম বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন রাজশাহীর পদ্মার চরে। নিপুন স্ত্রীর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি চাঁদেরই আলো সেজে চোর হয়ে তোমার ঘরে আসি...আসি।’
ছবি: ফেসবুক
২ / ৫
অভিনেতা রওনক হাসান কার সাইকেল চেয়েছিলেন, সেটা স্ট্যাটাসে উল্লেখ করেননি। তবে অমিতাভ রেজা চৌধুরীকে পোস্টটি ট্যাগ করে লিখেছেন, ‘সাইকেলটা আমার না! মালিকের কাছে চাইলাম...দিল না! তাই ছবি তুলেই সাধ মেটালাম।’
ছবি: ফেসবুক
৩ / ৫
ছবিটি পোস্ট করে ‘কাজলরেখা’ সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী লিখেছেন, ‘আমার বাড়ির পুজো, সবাইকে জানাই সরস্বতীপুজোর শুভেচ্ছা।’
ছবি: ফেসবুক
৪ / ৫
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘গিয়েছিলাম পাসপোর্ট সাইজ ছবি তুলতে, বাকিটা ইতিহাস।’
ছবি: ফেসবুক
৫ / ৫
নাট্য অভিনেত্রী সামিরা খান মাহি এখন ভালোবাসা দিবসের শুটিং নিয়ে ব্যস্ত। তাঁর ফাঁকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি ডাকলেই মনে হলো আমি একাকী ছিলাম।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন