আজ নিলামদার দিবস

আইপিএল নিলামের একটি ছবি
ছবি: টুইটার

আইপিএল, বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রীড়া আসরে নিলাম মানেই ঔৎসুক্য, উদ্দীপনা আর নানা মজাদার ঘটনার মিশেল। ২০২০ সালে হুমায়ুন ফরীদির চশমা, মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট, সাকিব আল হাসানের ব্যাট, নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’ কবিতার পাণ্ডুলিপি প্রভৃতি নিয়ে নিলাম হয়েছিল। বেশ জনপ্রিয় হয়েছিল সেই আয়োজন।

নিলাম পৃথিবীর অন্যতম প্রাচীন পণ্য বিপণন পদ্ধতি। সূত্র বলছে, বিভিন্ন জিনিসের উচ্চমূল্য পেতে অন্তত ২ হাজার বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে এই পদ্ধতি । খ্রিষ্টপূর্ব ৫০০ সালে ব্যাবিলনে প্রথম নিলাম হয়েছিল বলে জানা যায়।

যিনি নিলাম সঞ্চালনা করেন তাকে বলা হয় নিলামদার। আকর্ষণীয় ব্যক্তিত্ব, উচ্চ স্বর আর বাকপটুতা; একজন নিলামদারের চারিত্রিক বৈশিষ্ট্যে এসবের দারুণ সমন্বয় থাকে। ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছেই দায়বদ্ধ থাকেন তিনি। উভয়ের সন্তোষজনক অবস্থা নিশ্চিত করতে তাকে সচেষ্ট থাকতে হয়।

আজ ১৬ এপ্রিল নিলামদার দিবস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অকশনারস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২৫ বছরেরও বেশি সময় ধরে এটি পালিত হচ্ছে।